ফুলকি হিসেবে এখন দর্শকদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন দিব্যানি মণ্ডল। তাঁর ছটফটে, প্রাণবন্ত অভিনয় সকলের মন কেড়েছে। প্রথম ধারাবাহিকই বিপুল খ্যাতি এনে দিয়েছে অভিনেত্রীকে। কিন্তু দিব্যানি যদি অভিনেত্রী না হতেন তাহলে কী হতেন? কী জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা?
দিব্যানি ওরফে ফুলকির ভবিষ্যৎ পরিকল্পনা কী?
দিব্যানি জানান তিনি কলেজে পড়তে পড়তেই ফুলকি ধারাবাহিকে কাজ পেয়ে যান। ইংরেজি অনার্সের ছাত্রী ছিলেন তিনি। কিন্তু অনার্স কোর্স শেষ করতে পারেননি। এদিকে অভিনেত্রীর বাড়ির সকলেই শিক্ষক। তাঁর মা, দিদা সকলেই শিক্ষিকা। তাই অভিনেত্রীর ইচ্ছে বাবা মায়ের কথা মতো তিনি অন্তত অনার্স কোর্সটা শেষ করবেন। এবিপি আনন্দকে দিব্যানি জানিয়েছেন, 'বাবা মায়ের ইচ্ছে মতো কোনও ওপেন বিশ্ববিদ্যালয় থেকে অনার্সটা শেষ করব।'
এখন তো ফুলকি হিসেবে দেখা যাচ্ছে তাঁকে জি বাংলার পর্দায়। এই মেগা শেষ হলে কী পরিকল্পনা তাঁর? দিব্যানি জানান তাঁর পরিবারের কেউই এই পেশার সঙ্গে যুক্ত নন। তবে তাঁর মায়ের জন্যই আজ এই পেশায় এসেছেন তিনি। যদিও তাঁর ইচ্ছে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করার ছিল। কিন্তু অভিনয় জগতে পা রাখার পর তাঁর জীবনের গতিপথ বদলে যায়। তিনি আগামীতেও অভিনয় নিয়েই এগোতে চান। তবে কথায়, 'এটা আমার শেখার বয়স। আমি যদি কাজ না পাই নিজেকে ঘষামাজা করে তৈরি করব। পড়াশোনাটা শেষ করব। নাচ শিখতে চাই। সাঁতার শিখতে চাই মিক্সড মার্শাল আর্ট শিখতে চাই। নিজেকে ব্যস্ত রাখব।'
আরও পড়ুন: সাহেবের নামে ফেক অ্যাকাউন্ট খুলে ছড়ানো হচ্ছে ভুয়ো তথ্য! 'এভি' বললেন, 'আমি তো এসবের...'
ফুলকিই প্রথম কাজ নয় দিব্যানির!
হ্যাঁ, একেবারেই তাই। ফুলকি হয়তো ছোট পর্দায় দিব্যানির প্রথম কাজ। কিন্তু এর আগে তাঁকে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল। সেখানে নতুন মুখ খোঁজ হচ্ছিল। আর তখন অভিনেত্রীর মা সেখানে তাঁর ছবি পাঠান। সেই মিউজিক ভিডিয়োতে কাজ করার পরই ফুলকির অফার পান তিনি।
অভিনেত্রী না হলে কী হতেন দিব্যানি?
তিনি এদিন এই সাক্ষাৎকারে জানান যেহেতু তাঁর মা, দিদা সকলেই শিক্ষিকা তাই তিনি কখনও শিক্ষিকা হতে চাননি। তবে আজ তাঁর এই কাজ নিয়ে সকলেই খুশি।