স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন মুলুকে দিওয়ালি সেলিব্রেশন করতে দেখা গেল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও মার্কিন মুলুকে দিওয়ালি সেলিব্রেশনে জমকালো পোশাকে ধরা দেন দেশি গার্ল। স্বামী নিক জোনাসের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি সামনে এসেছে। কিন্তু প্রিয়ঙ্কার দীপাবলি উদযাপন এখানেই শেষ নয়।
কানাডিয়ান কমেডিয়ান লিলি সিং-র দীওয়ালি পার্টিতে সামিল দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। সব্যসাচীর ডিজাইন করা পোশাকে পার্টিতে ঝলমল করছিলেন দেশি গার্ল। অরেঞ্জ প্রিন্টেড পালাজোঁ সেটের সঙ্গে দোপাট্টা নিয়ে ধরা দেন তিনি। এদিন নিজের লুকের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন প্রিয়াঙ্কা।
হাতে ড্রিংকস নিয়ে পার্টিতে উদ্দাম নাচ করছেন লিলি সিং। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়ো শেয়ার করেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীকেও জমিয়ে নাচতে দেখা গেছে। লিলি সিং-কে পঞ্জাবী বন্ধু বলে উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা।
এদিন নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেন লিলি সিং। পার্টির একাধিক ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
পার্টিতে ভারতীয় মিষ্টি, লাইভ ভারতীয় মিউজিক এবং ফুল দিয়ে সাজানো ছিল। অতিথিদের পঞ্জাবি ও ইংরেজি গান ও ঢোলের তালে নাচতে দেখা গেছে।