নতুন করে নামকরণ করা হয় ফারহান শামজির আসন্ন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’র। নাম রাখা হয় ‘ভাইজান’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা হেগড়ে এবং সলমন খান। ২০২২ সালের দিওয়ালিতে ছবি মুক্তির কথা রয়েছে।
রিপোর্ট বলছে, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সলমন তাঁর পানভেল ফার্ম হাউসে ছবির কাস্টের সঙ্গে একটি ফটোশ্যুট করবেন। আরো জানা যাচ্ছে, ডিজাইনার অ্যাশলে রেবেলো ইতিমধ্যে ছবিতে তাঁর লুক নিয়ে কাজ শুরু করেছেন। সলমনকে সাদা কুর্তা এবং জিন্সের সঙ্গে ক্লিন শেভ লুকে দেখা যাবে বলে জানা যায়।
রিপোর্ট আরো বলছে, অ্যাকশন-কমেডি এক জনপ্রিয় তামিল ছবির অফিশিয়াল রিমেক হবে এই ছবি। যেখানে সলমনকে এক বড় দাদার চরিত্রে দেখা যাবে। যে বিয়ে করতে রাজি নয়। তাঁর মনে হয় বিয়ে করলে পরিবারে বিভেদ সৃষ্টি হতে পারে। তাঁর তিন ছোট ভাই প্রেমিকা খুঁজে পাওয়ার পর, তাঁরা ছবিতে সলমনের চরিত্রে জন্য একটি মেয়ে সন্ধানের ষড়যন্ত্র করে।
নির্মাতাদের মতে যেহেতু ছবিতে ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনের গল্প উঠে এসেছে, তাই ‘ভাইজান’ ছবির জন্য সেরা টাইটেল। সালমান ও পূজা ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন আয়ুষ শর্মা এবং জহির ইকবাল।
২০২১ সালে নভেম্বরে ছবির শ্যুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ২০২১ সালের বকরি ইদের দিন ছবির প্রথম ঝলক প্রকাশ্য়ে আনার পরিকল্পনা টিমের।