সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবাই ব্যস্ত দীপাবলির প্রস্তুতিতে। কেউ ব্যস্ত শপিংয়ে, কেউ ব্যস্ত ঘর পরিষ্কার করতে আবার কেউ ঘর সাজাতে। তেমনি বাড়িতেই পুরোদমে দীপাবলির প্রস্তুতি শুরু করেছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। বাড়িতে দীপাবলির ঝলক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন করিনা। একটি ছবিতে তৈমুর, জেহ, সইফ এবং করিনার দেখা মিলেছে। ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে রঙ্গোলি, দুই ছেলের সঙ্গে ঘর সাজানোয় ব্যস্ত করিনা, আর সইফের চোখেমুখে অস্থিরতার ছাপ। পরের ছবিতে খুদে তৈমুরকে রঙ্গোলি ঘেটে-ঘ করতে দেখা গিয়েছে। আরও পড়ুন: মাধুরী থেকে শাহিদ, দীপাবলি পার্টিতে গ্ল্যামারাস লুকে বলি তারকারা, দেখুন ছবি
ছবি দুটি শেয়ার করে ক্যাপশনে করিনা লিখেছেন, ‘আরেররর যখন পরিবারের সবাই মিলে রঙ্গোলি করার সিদ্ধান্ত নেয়.. কিন্তু এটা কি হোলি.. আমার কোনও ধারণা নেই। তবে যেটা সবথেকে জরুরি আমরা সবাই একসঙ্গে খুব মজা করেছি। ভালোবাসা এবং হাসি ছড়িয়ে পড়ার মাধ্যমে উৎসব শুরু হোক’।
অনুরাগীরা ভালোবাসা উজাড় করেছে সইফ-করিনার ছবিতে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কিউট! শুভ দীপাবলি’। কারও মন্তব্য, ‘খুব আদুরে!!! তোমায় এবং তোমার পরিবারকে শুভ দীপাবলি বেবো’।
করিনা ও সইফ প্রতি বছর একসঙ্গে দীপাবলি উদযাপন করেন। চলতি সপ্তাহের শুরুতে সইফের মেয়ে সারা আলি খান তাঁর বাড়িতে বন্ধু এবং সহকর্মীদের জন্য একটি দীপাবলি পার্টি থ্রো করেছিলেন। তবে সেই পার্টিতে যোগ দিতে দেখা যায়নি সইফ-করিনাকে।