সদ্য বিদেশি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন আলিয়া কাশ্যপ। অনুরাগ কন্যার বিয়ে থেকে সঙ্গীত, রেজিস্ট্রি, সব অনুষ্ঠানেরই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার অনুরাগ কাশ্যপ কন্যার ককটেল পার্টির একটুকরো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ডিজে গণেশ।
কী আছে সেই ভিডিয়োতে?
দেখা যাচ্ছে , সঞ্জয় দত্ত 'অগ্নিপথ' ছবি থেকে চিকনি চামেলি গান বাজাচ্ছেন ডিজে গণেশ। সেখানে তাঁর পাশে দাঁড়িয়েই জমিয়ে নাচছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ভিডিয়োটির ক্যাপশানে লেখা হয়েছে ‘Aaliyah Kashyap, Shane Gregoire The Best Wedding After-Party of Last Year! Sir Anurag Kashyap, you were the show-stealer!’ অর্থাৎ আলিয়া কাশ্যপ ও শেন গ্রেগোয়ার, গত বছর সবথেকে সেরা বিয়ের পরবর্তী পার্টি, অনুরাগ কাশ্যপ আপনিই শোতে নজর কেড়েছিলেন।'
এই ভিডিয়োর নিচে অনেকেই নব দম্পতি আলিয়া কাশ্যপ ও গ্রেগোয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন। মেয়ের বিয়ের পর দেওয়া এই ককটেল পার্টিতে সাদা স্যুট ও স্টাইলিস সানগ্লাসে দেখা গিয়েছে পরিচালক অনুরাগকে।
এদিকে নিজের বিয়ের রিসেপশন পার্টিতে শ্বশুরের সঙ্গে পাল্লা দিয়েছেন অনুরাগের জামাই শেন গ্রেগোয়ার তাঁকে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল শেন ঢোল বাজাচ্ছেন আর তাতে বসে আছেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী আলিয়া। আলিয়াকে সেই ভিডিয়োতে বরকে আদর করে দিতেও দেখা যায়। আরও একটি ভিডিয়োতে দেখা যায় অনুরাগ কাশ্যপ নিজেই ডিজে হয়ে গিয়েছিলেন মেয়ের বিয়েতে। কানে হেডফোন লাগিয়ে গান বাজাতে থাকেন পরিচালক। আর বাকিরা সকলে তখন উত্তাল হয়ে নাচছেন।
প্রসঙ্গত গত ১১ ডিসেম্বর (২০২৪) সাতপাকে বাঁধা পড়েছেন আলিয়া ও শেন। নিজেদের আত্মীয়, পরিবার এবং নিকট বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। তবে তাঁদের বিয়ের রিসেপশনে ছিল চাঁদের হাট দেখা যায়। অনুরাগ কন্যার বিয়েতে হাজির ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতারা। এসেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিক্রমাদিত্য মোতওয়ানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। সেখানে শ্রীদেবী-বনি কন্যা খুশি কাপুরকেও তাঁর প্রিয় বন্ধুর বিয়েতে দারুণ মজা করতে দেখা গিয়েছিল।