বিতর্ক যেন কখনও পিছু ছাড়ে না বাংলাদেশের নায়িকা পরীমনির। নাকি বিতর্ককে ছাড়তে চান না নিজেই! ২০২১ সালে বিয়ে করেন শরিফুল রাজকে। ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে গোপনে বিয়ে সারেন নায়িকা। পরে প্রেগন্যান্ট হয়ে পড়লে ঘটা করে বিয়েও করেন ২০২২ সালের জানুয়ারি মাসে। এরপর অগস্ট মাসে ছেলের জন্ম দেন।
তবে বাংলাদেশের এই নায়িকার সুখের সংসারে ভাঙন ধরার খবর আগেও মিলেছে। স্বামীর উপর তুলেছিলেন পরকীয়ার অভিযোগ। পরীর দাবি ছিল তাঁর স্বামী রাজ আর মিমের মধ্যে ‘ঘনিষ্ঠতা বেড়েছে’। আর সেই সময় মিমকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ আর বরের জন্য লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার, ধন্যবাদ।’
তারপর অবশ্য একসঙ্গে ছেলের জন্মের তিন মাস পালন করেন কেক কেটে। কিন্তু তারও দিনকয়েক পর রাজের ঘর ছেড়ে বেরিয়ে যান পরীমনি। সেই সময় বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে স্বামীর নামে গায়ে হাত তোলার অভিযোগও তোলেন। তারপর অবশ্য ফের জোড়া লাগে ভাঙা সম্পর্ক। কিন্তু পরীমনির পোস্টে ফের দেখা গেল ভাঙনের ইঙ্গিত।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা গেল পুকুরের দিকে মুখ করে বসে থাকতে। ক্যাপশনে লিখলেন, ‘আমি সাধারণত মানুষকে একটি বেশিই সুযোগ দিয়ে থাকি, যা তারা পাওয়ার যোগ্য। কিন্তু যখন আমার মন উঠে যায়, একেবারেই উঠে যায়।’
শোবিজ দুনিয়ায় আসবার আগেই দূর সম্পর্কের দাদা সমাইল হোসেনকে বিয়ে করেছিলেন। সালটা ২০১০, দু বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমনির। এরপর ২০২০ সালের ১৪ই এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। গত বছর এপ্রিলে তাঁদের বিয়ের তারিখ পাকা ছিল, তবে সম্পর্ক টেকেনি। অনেকেই বলেন তামিম-পরীমনির বিয়েটা হয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, ২০২১ সালের মার্চে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। তবে তিন মাসও টেকেনি সেই বিয়ে। শরিফুল রাজের সঙ্গে পরীমনির বিয়ে চার না পাঁচ নম্বর তা নিয়েও বিতর্ক আছে!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)