বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay-Rupali: অক্ষয় কুমারের ‘দিদি’ এই বাঙালি অভিনেত্রী! রূপালির পা ছুঁয়ে আর্শীবাদ নিলেন আক্কি

Akshay-Rupali: অক্ষয় কুমারের ‘দিদি’ এই বাঙালি অভিনেত্রী! রূপালির পা ছুঁয়ে আর্শীবাদ নিলেন আক্কি

অক্ষয় কুমার ও রুপালি গঙ্গোপাধ্যায়

Rupali Ganguly-Akshay Kumar: রূপালি গঙ্গোপাধ্যায়ের বাবার সূত্র ধরে আলাপ দুজনের। নব্বইয়ের দশকে গঙ্গোপাধ্যায় পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন অক্ষয়। পাতানো দিদি রূপালিকে এত যুগ পর দেখে আবেগঘন অভিনেতা। 

এই মুহূর্তে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘অনুপমা’। শ্রীময়ীর হিন্দি রিমেকে অভিনয় করেন বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ ছবি। ভাই-বোনের চিরন্তন সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রচারে আপতত কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন খিলাড়ি কুমার। স্টার প্লাসের বিশেষ অনুষ্ঠান ‘রবিবার উইথ স্টার পরিবার’-এ এই সপ্তাহে হাজির থাকছেন আক্কি। শুক্রবার সামনে এল সেই এপিসোডের প্রোমো। যা দেখে অবাক ‘অনুপমা’র ভক্তরা।

‘রক্ষা বন্ধন’ টিমকে নিয়েই অনুষ্ঠানে হাজির হয়েছেন অক্ষয়। ছবিতে অক্ষয়ের চার বোনের চরিত্রে রয়েছেন সাদিয়া খাতিব, সাহেজমীন কৌর, দীপিকা খান্না এবং স্মৃতি শ্রীকান্ত।

স্টার প্লাস-এর ‘বহুরানি’দের সঙ্গে কী কী কারনামা করতে চলেছেন আক্কি, তার ঝলক উঠে এসেছে প্রোমোতে। এদিন সাদা আনারকলিতে সেজেছিলেন রূপালি। তাঁর পারফরম্যান্স শেষেই ইমোশান্যাল খিলাড়ি কুমার। রূপালির পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল অক্ষয়কে, এরপর তিনি বলেন, ২০ বছর আগে একটানা পাঁচ বছর অভিনেতার হাতে রাখি বেঁধেছেন স্টার প্লাসের এই ফেবারিট বউমা। অক্ষয় কুমারের কথা শুনে আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, ‘যতদিন আমি বেঁচে আছি, এবার থেকে প্রত্যেক বছর আমি (তোমার হাতে) রাখি বাঁধব’।

কিন্তু কেমনভাবে পরিচয় অক্ষয় আর রূপালির? শো-তে সবটাই ফাঁস করবেন ছোট পর্দার অনুপমা। আসলে রূপালির বাবা, পরিচালক অনিল গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কেরিয়ারের একদম শুরুতে ‘দিল কি বাজি’ (১৯৯৩) ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়। অভিনেতাকে খুব ভালোবাসতেন পরিচালক, অক্ষয় তাঁর পরিবারের একজন হয়ে উঠেছিলেন। সেইসূত্রেই রূপালিকে দিদির মর্যাদা দিতেন অক্ষয়। এমনকী দীর্ঘদিন রুপালি অক্ষয়ের হাতে রাখিও বেঁধেছেন।

এমনিতে অক্ষয়ের এক বোন রয়েছে, অলকা ভাটিয়া। কিছুদিন আগেই ‘সুপারস্টার সিঙ্গার ২’-এর মঞ্চে দাদার জন্য একটি অডিও বার্তা পাঠিয়েছিলেন ছোট বোন। যা শুনে কেঁদে ফেলেন অক্ষয়। অলকা জানান, অক্ষয় শুধু তাঁর দাদা নয়, বাবার ভূমিকায় পালন করেছে। অন্যদিকে অক্ষয় জানান, তাঁদের পরিবারের প্রকৃত লক্ষ্মী অলকা।

উল্লেখ্য, চলতি বছর অক্ষয়ের তৃতীয় রিলিজ‘রক্ষা বন্ধন’। এর আগের দুই ছবির প্রথম দিনের কালেকশনের সঙ্গে তুলনা করলে এটাই সবচেয়ে কম। ‘সম্রাট পৃথ্বীরাজ’ প্রথম দিন ঘরে এনেছিল ১০.৭ কোটি, অন্যদিকে ‘বচ্চন পাণ্ডে’র কালেকশন ছিল ১৩.২৫ কোটি টাকা। আর ‘রক্ষা বন্ধন’ আটকে গেছে ৮ কোটিতেই।

 

বন্ধ করুন