বাংলা নিউজ > বায়োস্কোপ > Dia Mirza: ‘এখনও খারাপ সৎ মা নয়’, দিয়ার নম্বর ফোনে এই নামে সেভ রেখেছে সৎ মেয়ে সামাইরা! কেন?

Dia Mirza: ‘এখনও খারাপ সৎ মা নয়’, দিয়ার নম্বর ফোনে এই নামে সেভ রেখেছে সৎ মেয়ে সামাইরা! কেন?

সামাইরার সঙ্গে দিয়া

'আমরা কিন্তু আগে বন্ধু, যখনই মা হিসাবে আমাকে তোমার দরকার আমি তখনও পাশে আছি’, স্বামী বৈভবের প্রথম পক্ষের মেয়েকে নিয়ে আনকাট দিয়া মির্জা। 

রবিবার মাতৃদিবসটা দুই সন্তানকে নিয়েই কাটালেন অভিনেত্রী দিয়া মির্জা। সঙ্গী ছিলেন দিয়ার মা'ও। তিন প্রজন্ম মিলে মা দিবসের উদযাপন করল হইচই করে। এদিন সৎ মেয়ে সামাইরাকে নিয়ে অকপটে মনের ঝাঁপি খুললেন দিয়া। মুক্ত চিন্তাধারার এমন এক কন্যা সন্তানের মা হতে পেরে তাঁর জীবন সার্থক জানান দিয়া।

মাদার্স ডে স্পেশ্যাল পোস্টে মা ও ছেলে আভ্যান, সামাইরার সঙ্গে একটি ছবি পোস্ট করে দিয়া লেখেন, ‘সন্তানের হাত ধরেই মায়ের জন্ম হয়। আমার সন্তানদের প্রতি কৃতজ্ঞ, আর অবশ্যই আমার মায়ের প্রতি’।

২০২১ সালের ফেব্রুয়ারিতে আচমকাই দিয়া মির্জা বিয়ের পর্ব সারেন। সাহিল সঙ্ঘার প্রাক্তন স্ত্রী, দিয়া মির্জা নতুন জীবন শুরু করেন বৈভব রেখির হাত ধরে। মাস খানেকের মধ্যে মাতৃত্বের স্বাদও পান ‘রেহনা হ্যায় তেরে দিলমে’ খ্যাত এই অভিনেত্রী। দিয়ার ম্যারেড লাইফের বড় অংশ জুড়ে রয়েছে সামাইরা। তাঁর স্বামী বৈভব রেখির প্রথম পক্ষের সন্তান। পরম আদর-যত্নে সামাইরাকে আগলে রাখেন দিয়া। এমনকি হানিমুনেও মেয়েকে একলা ফেলে যাননি তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সামাইরার সঙ্গে নিজের সম্পর্কের সাতকাহন ব্যক্ত করেছেন দিয়া। তিনি জানান, ছেলেমেয়েকে রূপকথার গল্প পড়ে শোনান না তিনি। কেন? কারণ রূপকথার গল্পে যে দুষ্টু সৎ বাবা বা মায়ের ব্যাখা থাকে তা না-পসন্দ অভিনেত্রীর। দিয়া বলেন, ‘সৎ মা মানেই খারাপ সেটা অনেকটা শিশুদের মনে গেঁথে দেয় ওইসব গল্প। তাই না আমি আমার বাচ্চাদের ওই গল্প পড়ে শোনাই, না ওরা পড়ে। মজার ব্যাপার হল সামাইরা ওর ফোনে আমার নম্বরটা সেভ করেছে এখনও দুষ্টু সৎ মা নয়, এই বলে’।

দিয়ার কথায় সামাইরার সঙ্গে সম্পর্কটা এখনও মেয়ের কথা মতোই পরিচালিত হয়। সামাইরা যখন যেমনটা চায়, দিয়া এক কথায় রাজি। অভিনেত্রী জানান, ‘আমি ওকে বলি আমরা কিন্তু আগে বন্ধু, যখনই মা হিসাবে আমাকে তোমার দরকার আমি তখনও পাশে আছি’। খোলা মনে বাবার দ্বিতীয় স্ত্রীকে আপন করে নিয়েছে সামাইরা, সেটার জন্য কৃতজ্ঞ দিয়া। কোনওদিনই অন্য কারুর জায়গা নেওয়ার চেষ্টা না করে সামাইরার সঙ্গে একটা বন্ডিং গড়ে তোলবার চেষ্টা করেছেন তিনি, জানান অভিনেত্রী।

পেশায় ফিটনেস কোচ সুনয়না ও বৈভবের মেয়ে সামাইরা। বাবার সঙ্গেই থাকে সে, তবে মায়ের সঙ্গেও সময় কাটায় নিয়ম করে।

বায়োস্কোপ খবর

Latest News

সূর্যর দিকে শনির তির্যক দৃষ্টি, তৈরি হয়েছে ষড়ষ্টক যোগ, ৫ রাশি হবে ঝড়ের সন্মুখীন তাঁবুতে বসেই চিকিৎসা করছেন সিনিয়র, লড়াইয়ের পাঠশালায় রোগীর পাশে জুনিয়ররাও বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পর কী লিখলেন অমিতাভ? ‘আমরাও কল্কি বুঝতে পারিনি…’ অমিতাভকে কেন এমন বললেন নাতি নাত্নিরা? 'জি করদা' গানে বাড়িতেই জমিয়ে নাচ শাহিদ কাপুরের ‘‌জুনিয়র ডাক্তাররা বাচ্চা ছেলেমেয়ে’‌, কলকাতার মেয়র স্মরণ করালেন তাঁদের কর্তব্য নিজেরা ফাইনালে ওঠেনি,ভারত উঠেছে! তাই চিনকে সমর্থন পাকিস্তানের!মুখে ঝামা ঘষল ভারত সঞ্জয় রায়কে আগে থেকেই চিনতেন টালা থানার ওসি, কথা হত ফোনে 'ওঁরা ভুলে গিয়েছেন যে এই প্রতিবাদ কোথা থেকে শুরু হয়েছিল…', কেন ক্ষুব্ধ সুরজিৎ? আন্দোলনকারীদের উপর গরম জল ঢালতে বলা অভিনেত্রী অরুণার নামে খুনের চেষ্টার মামলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.