দিন কয়েক আগেই ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী ঋষি সিং-কে বিশেষ বার্তা পাঠিয়েছিলেন বিরাট কোহলি। জানিয়েছিলেন ঋষির গানে কতটা মুগ্ধ তিনি। এবার অপর এক রিয়ালিটি শো-এর প্রতিযোগির প্রশংসায় ভারতীয় ক্রিকেট তারকা। এমটিভির রিয়ালিটি শো ‘হাসল 2.0’-এর বিজয়ী এমসি স্কোয়ারের ফ্যান বিরাট! হাসল ২.০
এমটিভি ‘হাসল 2.0’র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী এমসি স্কোয়ার ওরফে অভিষেক বাইসলা। ইনস্টাগ্রামে ফ্যানেদের মেসেজ নিয়মিত ঘেঁটে দেখেন এই ব়্যাপার। তেমনই মেসেজ ঘাঁটতে গিয়ে বিরাট কোহলির বার্তা দেখে হাঁ এমসি স্কোয়ার। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেঞ্জারে (DM) এমসি স্কোয়ারের ভূয়সী প্রশংসা করেছেন বিরাট।
হিন্দুস্তান টাইমসকে এমসি স্কোয়ার জানান, ‘আমি সত্যি বলতে বিশাল অবাক হয়েছিলাম যখন দেখলাম বিরাট কোহলি আমাকে মেসেজ করেছেন। আমি দীর্ঘসময় ধরে ওঁনার জার্নি দেখছি, আমি ওঁনাকে শ্রদ্ধা করি। যখন দেখলাম ইনস্টাগ্রামে উনি আমাকে ফলো করছেন আমার খুশির ঠিকানা ছিল না। আমার পরিবারের লোকজন সবার প্রথম এই বিষয়টি আমার নজরে আনে। এরপর থেকে মনে হচ্ছে জীবনে আমিও কিছু একটা অর্জন করতে পেরেছি’।
বিরাটের কাছে থেকে প্রশংয়া কুড়ানোর পর কি চাপ বেড়ে গেছে এমসি স্কোয়ারের উপর? তেমনটা মানতে রাজি নন ব়্যাপার। তাঁর কথায়, ‘আমি কোনওকিছুতেই চাপ নিই না। অনেকেই আমার পারফরম্যান্স দেখেন। আমি খুশি যে তাঁরা আমায় সমর্থন করছেন, ব়্যাপ মিউজিককে সমর্থন করছেন। আমি চাই আমার সঙ্গীত মানুষের কাছে পৌঁছে যাক’।
বিরাট ঠিক কী লিখেছেন এমসি স্কোয়ারের উদ্দেশে?

ইন্ডিয়ার প্রথম ব়্যাপ রিয়ালিটি শো ‘হাসল ২.০’। দেশের নানান প্রান্তের ব়্যাপাররা এই শো-তে অংশ গ্রহণ করেছেন, এবং ব়্যাপ ব্যাটেলে অংশ নিয়েছেন। রবিবারই এই রিয়ালিটি শো-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে, এবং ট্রফি জিতেছেন বিরাটের ফেবারিট এমসি স্কোয়ার।