‘তারে জামিন পার’ ছবির ইশান আওয়াস্তিকে মনে আছে? মাত্র ৮ বছর বয়সে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন তিনি। আমির খানের সঙ্গে কাজ করেছিলেন এই ছবিতে। বর্তমানে সে আর ছোটটি নেই। অনেকটাই বড় হয়ে গিয়েছে। পা রেখেছে ২৫ বছরে। তাঁর আসল নাম দর্শিল সাফারি।
খুব ছোট বয়স থেকে নাচের সঙ্গে জড়িত ছিল সে। তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন অমল গুপ্তা। ‘তারে জামিন পার’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি। দর্শিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে থেকেই আমির খানের ভালো বন্ধুত্ব হয়ে যায় দর্শিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দার্শিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর নষ্ট হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না।
পড়াশোনার পাশাপাশি নিজের অভিনয় চালিয়ে গিয়েছেন দর্শিল। জমিয়েছেন ৭০ লক্ষ টাকা। সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যান্ডের স্পনসর হিসেবে কাজ করে এই টাকা উপার্জন করেছেন তিনি। গড়ে প্রতি মাসে ২ লক্ষ টাকার বেশি আয় করেন অভিনেতা। সম্প্রতি একটি নতুন গাড়িও কিনেছেন তিনি। নেটমাধ্যমে দারুণ সক্রিয় অভিনেতা।
দর্শিলের ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট ছিল। এরপর সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও সিরিজে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি অভিনেতা। 'ঝলক দিখলা যা' সিজন ৫- রিয়ালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন তিনি। পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন দর্শিল।