বাংলা নিউজ > বায়োস্কোপ > Doctor Bakshi Trailer: কী সম্পর্ক শুভশ্রী-পরমব্রতর! ‘ডাঃ বক্সী’ নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিল ট্রেলার

Doctor Bakshi Trailer: কী সম্পর্ক শুভশ্রী-পরমব্রতর! ‘ডাঃ বক্সী’ নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিল ট্রেলার

প্রকাশ্যে ‘ডাঃ বক্সী’-র ট্রেলার।

২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘ডাঃ বক্সী’। পরিচালনায় সপ্তাশ্ব বসু। মুখ্য চরিত্রে পরমব্রত, বনি আর শুভশ্রী। প্রকাশ্যে এল ট্রেলার। 

এসে গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তর বহু প্রতীক্ষিত ছবি ‘ডাঃ বক্সী’র ট্রেলার। রহস্য রোমাঞ্চ জড়িয়ে আছে এই ছবির পরতে পরতে। স্বভাবতই ছবি নিয়ে উৎসাহও দেখার মতো।

‘ডাঃ বক্সী’-তে শুভশ্রীকে দেখা যাবে লেখিকার চরিত্রে। আর পরমব্রত ডক্টর বক্সী। গল্পের মোড় নিয়ে একগুচ্ছ ধোঁয়াশা। কে ঠিক, কে ভুলের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা। বনির চরিত্রটা নেগেটিভ। কিন্তু তার শুধরে যাওয়ার আভাসও মিলেছে। বনির চরিত্রের নাম আদিত্য মুখোপাধ্যায়, যে ব্যাঙ্কার থেকে হঠাৎই জড়িয়ে পড়ে অপরাধের চক্রে। এক কথায় অনেক রহস্য! আর এই রহস্যের জট ছাড়াতে দর্শককে তো হলমুখী হতেই হবে। এসএমভি স্টুডিওজের প্রযোজনায় ও রোল ক্যামেরা অ্যাকশনের সহ প্রযোজনায় ২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘ডাঃ বক্সী’। পরিচালনায় সপ্তাশ্ব বসু।

বলে রাখা ভালো সপ্তাশ্বর আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যে। ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষের। তবে সেই ছবিতেও কিন্তু চরিত্রটা ছিল সাদা-কালো নিয়ে। অর্থাৎ খোলাখুলি বলতে গেলে মহৎ কাজ ঘোরালো পথে করত ডাঃ বক্সী। দর্শক মনে প্রশ্ন উঠত, ভালো কাজ করার সঙ্গে কি আদৌ নৈতিকতা বা অনৈতিকতার জোর আছে? প্রসঙ্গত, ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম গান 'তোকে ছুঁয়ে দিলাম'। যা হিট। আশা করা যাচ্ছে থ্রিলারধর্মী এই সিনেমাটিও মন কাড়বে দর্শকদের।

 

বন্ধ করুন