বিগ বস ওটিটির সুবাদে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী উরফি জাভেদ। অদ্ভুত ফ্য়াশন এবং পোশাকের কারণে প্রায়শই নেটমাধ্যমে চর্চায় থাকেন তিনি। তবে মিষ্টি এবং অমায়িক আচরণের কারণেও প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে থাকেন উরফি। বেশিরভাগ সময় মুম্বই বিমানবন্দরে কাটা-ফাটা পোশাকে পাপারাৎজির লেন্সলবন্দি হন তিনি।
সম্প্রতি মুম্বই বিমানবন্দর থেকে উরফির আরও বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে উরফিকে দুষ্টু মেজাজে দেখা গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, সেলফি তোলার জন্য টাকা লাগবে বলে দাবি করেছেন অভিনেত্রী। যদিও পুরোটাই মজার ছলে করেছেন তিনি। আরও পড়ুন: Urfi Javed: লাগাতার ধর্ষণের হুমকি, ইদের দিন উরফি লিখলেন- ‘খুব কান্না পায়, মনে হয় সব ছেড়েদি’
মুম্বই বিমানবন্দরে ভক্তের সঙ্গে খুনসুটি উরফির
বিমানবন্দরে স্ব-মেজাজে ধরা দেন উরফি। অপেক্ষারত পাপারাৎজির উদ্দেশ্যে হাসিমুখে পোজ দেন তিনি। তখনই এক ভক্ত উরফিকে সেলফি তোলার জন্য অনুরোধ করেন। অভিনেত্রীও খুশি হলে সেলফি তোলেন। এরপর উরফি মজার ভঙ্গিতে বলেন, 'প্রথম সেলফিটা আমি বিনামূল্যে তুলেছি... দ্বিতীয়টির জন্য টাকা নিচ্ছি।'
ভিডিয়োতে উরফিকে নীল রঙের পোশাকে দেখা মিলেছে। একই লুকে অপর ভিডিয়োতে নিজের নতুন গাড়ি নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী। ভিডিয়োতে, পাপারাৎজির উরফিকে প্রশ্ন কেন তিনি নিজে গাড়ি চালান না। এই প্রশ্নের জবাবে উরফি বলেন, 'আমি নিজে গাড়ি চালালে কাউকে না কাউকে ধাক্কা মেরে দিতাম।'
ট্রোলের শিকার উরফি
কাটা-ফাটা পোশাক পরে হামেশাই চর্চায় থাকেন বিগ বস ওটিটি খ্যাত এই অভিনেত্রী। তবে জনপ্রিয়তার সঙ্গে বিতর্কও কম হয়নি উরফিকে নিয়ে। সম্প্রতি, উরফি জাভেদ ইদ পার্টিতে অংশ নিয়েছিলেন, সেই সময় তাকে একটি ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে। এই লুকের জন্যও অনেক ট্রোলড হয়েছেন উরফি। ইদের দিন ইনস্টাগ্রাম পোস্টে বিস্ফোরক স্বীকারোক্তি উরফির। লাগাতার খুন ও ধর্ষণের হুমকি পেয়ে ক্লান্ত তিনি।
ক্ষোভ উগরে ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি লেখেন, 'আমার সাজ পোশাক নিয়ে সারা ক্ষণ যা নয় তাই লিখছেন মানুষ। কুমন্তব্য, ট্রোলিং-এ ভরে যায় আমার কমেন্ট বক্স। মাঝে মাঝে খুব কান্না পায়। তার পর ভাবি জীবন এ ভাবেই চলে। তোমাকে তোমার মতো চলতে হবে…'।