যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহাশের সম্পর্কের খবর বহুদিন ধরেই একটানা শিরোনামে। যদিও একসঙ্গে দেখা দেওয়ার পরেও, একে-অপরকে বরাবর শুধুমাত্র ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন তাঁরা। তবে কপিলের শো-তে গিয়ে কি চাহাল নিজের মনের কথা প্রকাশ করেই ফেললেন?
চাহাল, গৌতম গম্ভীর, ঋষভ পন্ত, অভিষেক শর্মারা উপস্থিত হয়েছিলেন কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে। সেখানে চাহাল এমন কিছু বলেছেন, যা দুজনের সম্পর্কের খবরকে আরও জোরদার করেছে।
শোতে কী হয়েছিল?
আসলে, কপিল শোতে চাহালের সঙ্গে মস্করা করে বলেন, ‘সে বেশ ভাগ্যবান যে তার ওজন সহজে বাড়ে না।’ এতে নবজ্যোত সিং সিধু বলে ওঠেন চাহালের প্রশংসায়, ‘ছোট তীর, ঘাও করে গম্ভীর, খুব জবরদস্ত ব্যাপার। সে ধোনিকে বল করবে, ৪টি উইকেট নেবে। যেখানে সবাই পালিয়ে যায়, চাহাল সেখানে দাঁড়িয়ে থাকে।’
এখানেই থেমে না থেকে, সিধু আরও বলেন, ‘দল বদলানোর (আইপিএল প্রসঙ্গ) প্রশ্নই আসে না। চলো, বান্ধবী পরিবর্তন করি।’
সিধুর এই বক্তব্য শুনে সবাই হাসতে শুরু করে। কপিল বলেন, ‘সিধু সবার ব্যক্তিগত জীবনের বেশ তথ্য রাখেন।’ কপিল এরপর সিধুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার সময়ে ইনস্টাগ্রাম ছিল না, নইলে আপনিও ধরা পড়তেন।’
এরপর কিকু শারদা চাহালের লেগ পুল করে আরও বলে যে, তাঁর শার্টে লিপস্টিকের দাগ রয়েছে। পন্তও চাহালকে নিয়ে তামাশা করেন।
তবে দেখা গেল যে, কোনো লুকোছাপার চেষ্টাই করলেন না চাহাল। বরং পালটা গুগলি ছেড়ে বলে উঠলেন, ‘ভারত ৪ মাস আগেই জেনে গিয়েছে।’ চাহালের এই বক্তব্য শুনে ওখানেও সবাই বেশ অবাক হয়। আর ভিডিয়ো ভাইরাল হতেই অনুরাগীরা মন্তব্য করছেন যে, ‘চাহাল কি তবে সম্পর্কে শিলমোহর দিল?’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সামনে আসে চাহাল ও ধনশ্রীর ডিভোর্সের খবর। খোরপোশ বাবদ ৪.৭৫ কোটি টাকা নিয়েওছেন চাহালের প্রাক্তন স্ত্রী। যিনি পেশায় চিকিৎসক-নৃত্যশিল্পী। আর ডিভোর্সের পর থেকেই একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। এমনকী, আইপিএলের সময় মাঠেও থাকতেন মাহভাশ।