বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya Rai: যেন অবিকল ঐশ্বর্য রাই বচ্চন! বিশ্বসুন্দরীর মতো করে কাকে সাজানো হল? ভিডিয়ো দেখলে চমকে যাবেন…

Aishwarya Rai: যেন অবিকল ঐশ্বর্য রাই বচ্চন! বিশ্বসুন্দরীর মতো করে কাকে সাজানো হল? ভিডিয়ো দেখলে চমকে যাবেন…

ঐশ্বর্য রাই বচ্চন

অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বর্য রাই বচ্চনের অত্যাশ্চর্য লাল আনারকলি স্যুটে সেজেছিলেন। ঠিক সেভাবেই একটি পুতুল তৈরি করলেন শ্রীলঙ্কার এই শিল্পী। যা দেখে নেটপাড়ার কে কী বলছেন? 

যেন অবিকল ঐশ্বর্য রাই বচ্চন। পরনে লাল রঙের আনারকলি পোশাক। গলায় মোটা, ভারী হীরে-পান্না বসানো নেকলেস। কপালে টিকলি, খোলা চুল। গত জুলাই মাসে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে ঠিক এভাবেই তো সেজেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। নিজের নিখুঁত সাজে মন্ত্রমুগ্ধ করেছিলেন বহু অনুরাগীকে। ঠিক সেভাবেই, এমনই বিশেষ সাজে ধরা দিলেন একজন। 

কিন্তু কে তিনি?

নাহ তিনি তো কোনও মানুষ নন। এক পুতুল। ঐশ্বর্য রাই বচ্চনের স্টাইলে এই পুতুলটি তৈরি করেছেন শ্রীলঙ্কার একটু শিল্পী। ঠিক যেমনটা আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে সেজেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। রাই সুন্দরীর সেই আইকনিক সাজে পুতুলের এমন সাজ দেখে বহু নেটিজেন মুগ্ধ বৈকি। ইতিমধ্যেই শ্রীলঙ্কার ঔই শিল্পী যে ভিডিয়ো পোস্ট করেছেন তা দেখে মুগ্ধ নেটনাগরিকরা। বেশিরভাগ নেটিজেনই প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যেই ৩.৯ মিলিয়ন ভিড হয়েছে। আপনিও দেখে নিন ঐশ্বর্য রাই বচ্চনের সেই পুতুল রূপকে।

নেটদুনিয়ার এক সদস্য লিখেছেন, ‘পুতুলটি সত্যিই চমৎকার- এটা ঐশ্বর্যর পোশাকের রূপকে নিখুঁতভাবে তুলে ধরেছে!’ আরও এক ব্যক্তি লিখেছেন, ‘বিষয়টা মনোযোগ আকর্ষণ করছেন চিত্তাকর্ষক, পুতুলটিতে ঐশ্বর্যর স্টাইল সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে।’ তবে আবার কেউ মনে করছেন,'এটা মজাদার, তবে পুতুলটি ঐশ্বর্যর সঙ্গে  ন্যায়বিচার করে না।' কারোর কথায়, ‘পুতুলটি সুন্দর, তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না।’

প্রসঙ্গত, গত ১২ জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি বিয়ে হয়। অনুষ্ঠান হয়েছিল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে একটি দুর্দান্ত উদযাপনে রাধিকা মার্চেন্টকে বিয়ে করেছিলেন। এই বিয়ের বহু আগে থেকেই চলেছেন নানা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বলিউডের শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বসহ ৬০০ জনেরও বেশি হাই-প্রোফাইল অতিথি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি ব্যাপকভাবে শতাব্দীর সেরা বিয়ে হিসাবে বিবেচিত হয়েছে, যে বিয়ো গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

বায়োস্কোপ খবর

Latest News

বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়ররা? আন্দোলন কোন পথে? সিনিয়রদের সঙ্গে বৈঠক প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে বাংলার ব্যাটারের জায়গা কি পাকা? মধ্যমগ্রামে অটোচালকের কলার ধরলেন তৃণমূল কাউন্সিলর, বিজেপি বলছে বখরা নিয়ে বিবাদ অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে বড়লোক হতে পারবেন সহজে! দুর্গা পুজোয় পানপাতা দিয়ে করতে পারেন এই টোটকা নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.