৫ লক্ষই এখন শেষ কথা, দাম-দর বেড়েছে 'ডলি চায়ওয়ালার'। বিশেষ অতিথি হিসাবে তাঁর উপস্থিতি মানেই টাকার খেলা। ডলির এই ভাগ্যের ফেরের পিছনে আবার বিশ্বের অষ্টম ধনী ব্যক্তির হাত। বিল গেটসকে চা খাইয়েই এই অসাধ্য সাধন করেছেন ডলি চায়ওয়ালা।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন বিল গেটস। সে সময়ই নিজের সিগনেচার স্টাইলে গেটস-কে চা খাওয়ান ডলি। তারপর থেকে, ডলি চায়ওয়ালা ভারত জুড়ে বিভিন্ন ইভেন্টে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। সম্প্রতি ডলিকে নিয়েই কথা হচ্ছিল কুয়েতের এক ভ্লগারের পডকাষ্টে।
একে ফুড ভ্লগ নামে পরিচিত এই ভ্লগারের ভ্লগ, নিজের ভ্লগেরই জন্য একবার ডলি চাইওয়ালাকে আমন্ত্রণ জানাতে গিয়ে তাঁর যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল, তাই শেয়ার করেছেন৷ ডিজিটাল ক্রিয়েটর তৈয়ব ফখরুদ্ধনের সঙ্গে কথোপকথনের সময় তিনিই দাবি করেছেন যে ডলি নাকি এখন ৫ লক্ষ টাকা না দিলে কোথাও যান না। চার বা পাঁচ তারা হোটেল ছাড়া কোথাও থাকেন না। ওই ভ্লগারের আরও দাবি, 'আমি তাঁকে কুয়েতে ডাকতে চেয়েছিলাম। কিন্তু লোকটির অনেক চাহিদা রয়েছে। আর তা দেখে এখন আমি আমার পুরো অস্তিত্বকে প্রশ্ন ছুঁড়তে শুরু করেছি।' ডলি চায়ওয়ালার আবার একজন ম্যানেজার আছেন বলেও জানিয়েছেন তিনি।
ভিডিয়োটি দেখুন এখানে
ডলি চায়ওয়ালার এই ভিডিয়ো দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কী বলেছেন
ভিডিয়োটি পোস্ট করার পর থেকে, ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিউজ বাড়ছে। অনেকে আবার নিজেদের মতামতও জানিয়ে গিয়েছেন। একজন লিখেছেন, 'সত্যিই তাঁকে দোষ দেওয়া যায় না, দোস্ত। আপনি তো শুধু তাঁর নাম নেওয়ার জন্যই এক মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছেন।' অন্য একজনের আবার দাবি, 'আপনি কেন তাঁকে কুয়েতে আমন্ত্রণ জানাতে চান?' তৃতীয় একজন ঠাট্টা করে বলেন, 'ডলি আপনার থেকে বেশি বিখ্যাত। আপনি কে?'
ডলি চায়ওয়ালা আসলে কে
নাগপুরের একজন চা বিক্রেতা ডলি। নিজস্ব স্টাইলে চা বিক্রি করে, ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন ডলি। এছাড়াও ডলির ওই অনন্য হেয়ারস্টাইল, গলায় সোনার চেইন সহ, গায়ে চাপানো কোটটিও, ভীষণভাবে নজর কাড়ে। ডলির ইনস্টাগ্রাম পেজ, ডলি কি টাপরি নাগপুর, ৪.২ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে রাজ করছে বললেই চলে।