সোশ্যাল মিডিয়া থেকে যাঁদের উত্থান এবং বলিউডে তারপর কাজ করেছেন তাঁদের অন্যতম হলেন ডলি সিং। তবে সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে বডি ইন্সিকিওরিটি নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন আগে তিনি কীভাবে তাঁর চেহারা, ওজন বাড়া কমা নিয়ে চিন্তিত থাকতেন, আর এখন কীভাবে নিজের চারিদিকে একটি দেওয়াল তুলে সমস্ত ট্রোল, খারাপ মন্তব্য থেকে দূরে থাকেন। বিশেষ করে তাঁর চেহারা নিয়ে কোনও কুমন্তব্য আর গায়ে মাখেন না বলেই জানালেন এদিন।
আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু ভাবে না', দুই দশক কাটানোর পরেও টলিউড নিয়ে কেন এমন বললেন জিৎ?
কী লিখেছেন ডলি?
ডলি সিং এদিন তাঁর পোস্টে লেখেন, 'আমি এখনই চিন্তা করছিলাম যা নিয়ে সাধারণত প্রাপ্তবয়স্করা চিন্তা করে থাকে। কিন্তু আমি এটাও জানি যে আমি একটা নির্দিষ্ট ওজনে ফিরে এসেছি আর লোকজন সেটা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে।' তিনি এদিন একই সঙ্গে লেখেন, ' এটা কোথা থেকে আসছে বুঝতে হবে। যখন একদিন আমি বুঝলাম যে আমি একটা দুর্বল অবস্থায় পৌঁছে গেছি, এবং বেছে বেছে এমন মানুষদের সঙ্গেই দেখা করতে চাইছি যাঁদের জানি যে এঁরা আমার স্বাস্থ্য, চেহারা নিয়ে মন্তব্য করবে না। আমি যা, যেমন, সেভাবেই মেনে নেবে। তাই আমার মনে হল এটা নিয়ে কথা বলা উচিত। আমি এত ভালোবাসা পাওয়ার পরও এগুলো সহ্য করি যখন আরও অনেকেই এটার সম্মুখীন হন নিশ্চয়।'
এদিন ডলি তাঁর পোস্টে তাঁর ইনস্টাগ্রামের ফলোয়ারদের ধন্যবাদ জানান। বলেন, 'ইনস্টাগ্রামে আমার অডিয়েন্স ভীষণই ভালো। আমি যা যেমন সেভাবেই তাঁরা মেনে নিয়েছেন। অত ট্রোলিং আমায় সহ্য করতে হয় না। কিন্তু এটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে যেখানে আমার আত্মীয়, বন্ধুরাই বোঝে না যে কোথায় থামা উচিত। আপনার ওজন বাড়লে বা কমলে সেটা আপনি নিজে বুঝতে পারবেন। কাউকে সেটার প্রয়োজন নেই শোনানোর বা দেখানোর. এতে কারও মনোবল ভেঙে যেতে পারে।'
ইন্ডাস্ট্রি নিয়ে কী লিখলেন ডলি?
কেবল ব্যক্তি জীবন নয়, এদিন ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলেন ডলি সিং। তিনি বলিউড প্রসঙ্গে লেখেন, 'একজন পাবলিক ফিগার হিসেবে আমি যে ইন্ডাস্ট্রির অংশ সেখানে লুকস এবং বাইরের সৌন্দর্য থাকলেই অনেক দূর যাওয়া যায়। তাই সেই একটা চাপ থাকেই। কিন্তু একই সঙ্গে নিজেকে বোঝাই যে এই চাপ নেওয়ার দরকার নেই।'
আরও পড়ুন: 'একদিন মেহেন্দি, একদিন সঙ্গীত...' ৭ দিন ধরে চলবে রূপসার বিয়ের উৎসব! দিদির মঞ্চে ফাঁস গোটা পরিকল্পনা
প্রসঙ্গত ডলি সিংকে একাধিক ছবিতে দেখা গিয়েছে এর মধ্যেই। তিনি ভাগ বিনি ভাগ সিরিজের মাধ্যমে ডেবিউ করেন। এরপর থ্যাংক ইউ ফর কামিং, মডার্ন লাভ মুম্বই, ডাবল এক্সএল, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।