বাংলা নিউজ > বায়োস্কোপ > Dolon-Dipankar: ‘ও এত কাজে ব্যস্ত, আমার একাকী লাগে’, দ্বিতীয় স্ত্রী দোলনের প্রতি অভিমানী দীপঙ্কর

Dolon-Dipankar: ‘ও এত কাজে ব্যস্ত, আমার একাকী লাগে’, দ্বিতীয় স্ত্রী দোলনের প্রতি অভিমানী দীপঙ্কর

বউয়ের উপর অভিমানী দীপঙ্কর দে

Dipankar-Dolon: বয়সে দীপঙ্কর দে-র চেয়ে ২৬ বছরের ছোট দোলন রায়! ২৪ বছর ধরে লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালে বিয়ের পর্ব সারেন এই জুটি। 

তিন বছর আগে কাগজে-কলমে সই-সাবুদ করে বিয়ের পর্ব সেরেছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। যদিও তাঁদের সম্পর্কের বয়স ২৭ বছর! হ্যাঁ, ২৪ বছর সহবাস করার পর বিয়ে করেন দুজনে। বাইপাস লাগোয়া বহুতলের ১৯তলায় ফ্ল্যাট এই টেলি দম্পতির। ইন্ডাস্ট্রিতে এই জুটির প্রেম নিয়ে কমচর্চা হয়নি, গত আড়াই দশকে। বাবার বয়সী বিবাহিত পুরুষের প্রেমে পড়েছিলেন বছর ২৪-এর দোলন। রবি ঘোষের নাটক দলে কাজের সূত্রে আলাপ দুজনের, সেখান থেকেই প্রেম। দোলনের সঙ্গে সঙ্গে দীপঙ্কর সম্পর্কে জড়ান, তখন অভিনেতার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ‘টিটোদা’র প্রেমে পড়ে সমালোচনার ভয়ে একটা সময় টেলিভিশনও ছেড়েছিলেন দোলন রায়। তবে সব কটূক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্বার গতিতে এগিয়েছে তাঁদের অসমবয়সী প্রেম। বিদ্রুপের তোয়াক্কা না করে একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তাঁরা। কিন্তু আচমকাই বউয়ের উপর অভিমানী দীপঙ্কর! কী এমন দোষ করলেন দোলন? 

৭৮-এর তরুণ দীপঙ্কর দে এখন মাসে কমবেশি ১৫ দিন কাজ করেন। কালার্স বাংলার ‘ক্যানিং-এর মিনু’ ধারাবাহিকে আপতত দর্শক দেখছে তাঁকে। কিন্তু একসঙ্গে দুটো সিরিয়াল ‘আলোর ঠিকানা’ এবং ‘টুম্পা অটোওয়ালি’তে কাজ করছেন দোলন রায়। স্বভাবতই একটু বেশিই ব্যস্ত তিনি। ঠিকমতো সংসারে সময় দিতে পারেন না। এই নিয়েই ক্ষোভ দীপঙ্কর দে-র মনে। এক সাক্ষাৎকারে প্রবীণ শিল্পী জানিয়েছেন, ‘ও এত কাজে ব্যস্ত থাকে...। আমার একাকী লাগে। খালি মনে হয় ও যদি থাকত, একটু সুখ-দুঃখের গল্প করতে পারতাম।’ 

অভিযোগ অস্বীকারের জায়গা নেই ২৬ বছরের ছোট স্ত্রীর, তবুও যতটা সম্ভব স্বামীর পাশে থাকার চেষ্টা করেন দোলন। ৭৮-এ পৌঁছে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না দীপঙ্কর দে? তাঁর সাফ কথা, ‘সারাদিন বাড়িতে বসে থেকে কী করব? আর যেভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সেই টাকাটা তো রোজগার করতে হবে।' এই বয়সেও ভোজন রসিক দীপঙ্কর বাবু। চপ-কাটলেট ছাড়া তাঁর দিন কাটে না। 

প্রেম নিয়ে একটু ‘ওল্ড-স্কুল’ চিন্তা-ভাবনা তাঁর। স্পষ্ট জানালেন, ‘তুই-তোকারিতে প্রেম হয় না, বন্ধুত্ব হয়’। দোলন তা মানতে রাজি নন, বলেই বসলেন- ‘তোমার বয়সে এটা মানতে পারছো না’। নাছোড়বান্দা দীপঙ্করের পালটা জবাব, ‘ও সব লোক দেখানো ফ্যাশন, প্রেম নয়’। জুটির অন্তরঙ্গ মুহূর্তে আজও বার্ধক্যের ছোঁয়া লাগেনি।। এত বছরের দীর্ঘ ইনিংস, এই সফল পার্টনারশিপের রহস্যটা কী? মুচকি হেসে দোলনের জবাব, ‘নিঃস্বার্থ ভালোবাসা আর স্যাক্রিফাইস’। 

 

বন্ধ করুন