দোলন রায় এবং দীপঙ্কর দের সম্পর্ক টলিউডের অন্যতম চর্চিত সম্পর্ক। দীর্ঘদিন একত্র বাসের পর কয়েক বছর আগেই সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। কিন্তু এর মধ্যেই দীপঙ্করের সঙ্গে সম্পর্ক নিয়ে কেন এমন বলে বসলেন অভিনেত্রী? কী জানালেন?
কী ঘটেছে?
বর্তমানে আরজি কর কাণ্ড নিয়ে একদিকে যখন গোটা রাজ্য তোলপাড় হচ্ছে, তখন আরেকদিকে টলিউডে একাধিক অভিনেত্রী তাঁদের সঙ্গে ঘটা যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। অরিন্দম শীলের বিরুদ্ধে ইতিমধ্যেই 'স্টেপ' নিয়ে তাঁকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। করা হয়েছে FIR। এই বিষয়ে কী জানালেন দোলন রায়? তিনিও কি কখনও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন? এই প্রশ্নের উত্তরেই তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'দীপঙ্করের সঙ্গে আমার ১৯৯৭ সাল থেকে সম্পর্ক। ওর আর আমার সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর আমার লাভের থেকে বেশি ক্ষতি হয়েছে।'
আরও পড়ুন: দুই প্রাক্তন স্বামীর নামই অনিল! মালাইকা অমৃতার মা হওয়া ছাড়াও জয়েসের আসল পরিচয় কী জানেন?
কিন্তু কেন এমনটা বললেন দোলন? এই বিষয়ে তিনি খোলসা করে জানান, 'অনেকে ভেবেছিলেন দীপঙ্কর বুঝি আমার জীবনকে নিয়ন্ত্রণ করবে এবার। আর সেই জন্যই অনেক কাজ আমি পেতে গিয়েও পাইনি। হাতছাড়া হয়েছে। কুপ্রস্তাব পেলে সেটা সামলানোর ক্ষমতা আমার ছিল। কিন্তু একই সঙ্গে অনেক কুপ্রস্তাব আমার কাছে আসেনি এটা ভেবে যে দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্ক আছে।'
দোলন এদিন একই সঙ্গে জানান দীপঙ্করের সঙ্গে যতই তবে সম্পর্ক থাক অভিনেতা কখনই কাউকে জোর করেননি দোলনকে কোনও ছবিতে নেওয়ার জন্য বা তাঁকে কাজ দেওয়ার জন্য। ফলে দীপঙ্কর দের প্রেমিকা হওয়ার সুবাদে কোনও অতিরিক্ত সুযোগ পাননি তিনি।
আরও পড়ুন: 'সৎ চেষ্টা করছেন', আরজি কর কাণ্ডে মমতার তারিফ সৃজিতের, 'ভুয়ো খবর' ছড়ানোয় সংবাদমাধ্যমকে কী বললেন?