আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপার গোটা রাজ্য। এদিকে সৌৎব গঙ্গোপাধ্যায়র বলা কিছু কথা নিয়ে ভুল বোঝাবুঝির শুরু। একদম শুরুতে অভয়ার খুন ও ধর্ষণ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি বলেন বসে, ‘বিচ্ছিন্ন ঘটনা’। আর তাতেই ভীষণ বিরক্ত হয় আমজনতা। এরপর শুধু সৌরভ নন, তাঁর পরিবার অর্থাৎ স্ত্রী ডোনা ও মেয়ে সানা-র দিকেও যেতে থাকে আক্রমণ। সৌরভ পরবর্তীতে বোঝানোরও চেষ্টা করেছেন, তাঁর বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে! তবে কথা শুনতে যেন আর কেউই রাজি নন।
এদিকে সোমবার রাতে দেখা যায়, অভয়ার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে, নিজেদের প্রোফাইল পিকচারের রং কালো করেছেন সৌরভ ও ডোনা দুজনেই। তবে এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পথে নামছেন সৌরভ-পত্নী।
ডোনার নাচের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রতিবাদ মিছিলের। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই প্রতিবাদ মিছিল। কলকাতার সমস্ত নৃত্যশিল্পীদের এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সবাইকে প্রতিবাদের রং হিসেবে কালো পরার কথাও বলেছেন।
বরিশা প্লেয়ার্স কর্ণারের সামনে হবে জমায়েত। সেখান থেকে মিছিল জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের সামনে গিয়ে শেষ হবে।
একদম প্রথমে সৌরভকে আরজি কর নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত। আসলে এই ধরণের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এই ধরণের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এই ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।’
এর ৩-৪দিন পর তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম এটা ভয়ানক ইস্যু। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে। এখন অন্দোলন অনেক এগিয়েছে। সিবিাই তদন্ত করছে। এই ঘটনা লজ্জাজনক। আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশোবার ভাবে।’
সঙ্গে ডোনা স্পষ্ট করেছেন, ১৪ তারিখ ‘মেয়েদের রাত দখলের’ দিনে ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁদের একমাত্র মেয়ে সানা। নাহলে তাঁরা সেদিনই নামতেন পথে।