রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় এবং কালজয়ী নৃত্যনাট্য হল শ্যামা। এই গল্পে উঠে আসে এক গণিকা এবং ব্যবসায়ীর কথা। এবার সেই নৃত্যনাট্যে পারফর্ম করে কটাক্ষের মুখে পড়লেন ডোনা গঙ্গোপাধ্যায়।
কী ঘটেছে?
এদিন একাধিক ছবি, ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ডোনা গঙ্গোপাধ্যায়ের দলের পরিবেশিত শ্যামা নৃত্যনাট্যের। সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়কে নাম ভূমিকায় দেখা যাচ্ছে একটি কালো রংয়ের ঘাঘড়ায়। সঙ্গে কালো ওড়না, সিলভার গয়না। এই বয়সে এসে শ্যামার মতো চরিত্র করা এবং তাও এরম পোশাকে অনেকেই মেনে নিতে পারেননি। কেবল সৌরভ পত্নী নয়, উত্তীয় এবং বজ্রসেনের ভূমিকায় যাঁরা পারফর্ম করেছেন তাঁদের পোশাক, সাজ নিয়েও চলেছে কটাক্ষ।
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন লেখেন, 'সঙ্গে বজ্রসেন। উত্তীয় কে, কী, কেমন ভাবতে গেলে সাহসী হতে হবে। আমার সাহস নেই। এর জন্যই বজ্রসেন বলেছিলেন ক্ষমিতে পারিলাম না যে; ক্ষম হে মম দীনতা..… ক্ষমা, ক্ষমা; শ্যামা। রবিনদোনাত ঠাউর ভাগ্যিস এই ধরায় নেই।' কেউ আবার লেখেন, 'গাড়িতে যেতে যেতে এক ঝলক শ্যামার পোস্টার দেখে মনে হয়েছিল, এই রে, ডোনা না শ্যামা হয়। তারপর মনে হল নিশ্চয়ই নৃত্যনাট্যটি বারবার পড়েছে, শ্যামার চরিত্রে কেমন নৃত্যশিল্পী প্রয়োজন তা কি আর বুঝবে না? এত বছর স্কুল চালিয়েছে, যোগ্য কোনও ছাত্রীকে দিয়ে করাবে। আজ বন্ধু মোহরের পোস্টে দেখলাম নাহ, লোভ সামলাতে পারেনি। নিজেই করেছে। ব্যাপারটা হচ্ছে কখন স্টেজে থাকবে আর কখন ব্যাকস্টেজে সেটা একজন শিল্পীর বোঝা উচিৎ। নয়তো দর্শকের বিড়ম্বনা বাড়ে আর গরমে মাথা চিড়বিড়ায়। ডোনার শ্যামা, ঋতুপর্ণার দত্তা- বাঙালির এখন মুখ বন্ধ করে রঙ্গ দেখা উচিৎ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'চোখ থেকে রক্ত বের হতে শুরু করেছে ! আসলে একজন শিল্পীকে জানতে হয় কখন থামতে হবে। কখন মঞ্চে থাকতে হবে আর কখন মঞ্চের পেছনে থাকতে হবে । এখন বুঝি দাদা কেন বলেছিলেন বৌদির নাচ আজ অব্দি উনি কোন অনুষ্ঠানে দেখতে যাননি।' কেউ ডোনাকে সমর্থন করে লেখেন, 'আমার মনে হয়, বয়স হয়েছে, শরীরের শিথিলতা ঢাকা দেবার জন্যে এই পোষাক নির্বাচন।'
পঞ্চম ব্যক্তি লেখেন, 'ম্যাডাম একদম সঠিক পোশাক নির্বাচন করেছেন। যাঁরা জানেন না, তাঁরা শ্যামা নৃত্যনাট্যের ইতিহাসটা একবার পড়ে নিন। বারাণসীর একজন নর্তকী/গণিকা ছিলেন তিনি। তার পোশাক হিসেবে ঘাগড়াটাই স্বাভাবিক। যাঁরা এটাতে নেগেটিভ কমেন্ট করছেন, তাঁরা পারলে একটা নাম বলছি পড়ে নেবেন। মহাবস্তবদান। জাতক কথা। আর যদি না পড়তে চান, তাহলে নিদেনপক্ষে শ্যামা নৃত্যনাট্যের পূর্বসূরি পরিশোধ কবিতাটি পড়ে নেবেন। প্রথম দিকেই লেখা আছে। একজন অশ্ববণিক ও গণিকার উপাখ্যান এটা।'