এই মুহূর্তে লন্ডনে সময় কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। মেয়ে সানা লন্ডনে পড়াশোনা করছে। তাই সময় পেলেই নিজেদের ‘সেকেন্ড হোম’ লন্ডনে সময় কাটান তারকা দম্পতি। দিন কয়েক আগেই হইহই করে লন্ডনে সেলিব্রেট জন্মদিন সেলিব্রেট করেছেন সৌরভ। সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামে।
কয়েক সপ্তাহ যেতে না যেতেই ফের লন্ডনে সৌরভ-ডোনা। কোটি কোটি টাকার ল্যাম্বারগিনি চেপে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সৌরভ ঘরণী। হলুদ রঙা ল্যাম্বারগিনিতে দেখা মিলল ডোনার। ড্রাইভারের পাশের সিটে বসে রয়েছেন সৌরভ-জায়া। পরনে সাদা-নীল প্রিন্টটে কুর্তা আর প্রিন্টেট সাদা প্যান্ট। গলায় স্কার্ফ জড়ানো। নিজেই এই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে ডোনা লেখেন, ‘ল্যাম্বারগিনি’।
আইসিসির-র এক বৈঠকে যোগ দিতেই সৌরভের এই লন্ডন সফর। অন্যাদিকে নিজের নাচের স্কুলের অনুষ্ঠান নিয়েই লন্ডনে ব্যস্ত ডোনা। তার মাঝেও কোয়ালিটি টাইম কাটাচ্ছেন দুজনে। দুদিন আগেই বার্মিংহামের রাস্তা থেকে সৌরভের সঙ্গে সেলফি পোস্ট করেছিলেন ডোনা।