দুর্গা পুজোর সময়টা লন্ডনেই রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর নাচের দলের পুজো স্পেশাল অনুষ্ঠানের জন্য লন্ডনেই রয়েছেন সৌরভ-গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। আর সেখানে রয়েছেন এখন সানা গঙ্গোপাধ্যায়ও। ষষ্ঠীর রাতের ছবি দিলেন এবার মা-মেয়ে।
‘সানার সঙ্গে’ ক্যাপশনে একটি ছবি শেয়ার করলেন ডোনা। সেখানে দেখা গেল সোফার ধারে বসে আছেন তিনি। পরে আছেন ধূসর রঙের শাড়ি। আর সোফার হাতলে বসে আছেন সানা। তাঁর শাড়ির রং লাইট পিঙ্ক। মায়ের কাঁধে হাত রেখে তোল ছবিটা।
এছাড়াও ইনস্টাগ্রামে ইংল্যান্ডের ক্যামডেন টাউনে নৃত্য পরিবেশনের দুটি ভিডিয়োও শেয়ার করে নিয়েছেন ডোনা।
আরও পড়ুন: রতন টাটা প্রয়াত, ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ চিরঘুমে! শোকবার্তা বলিউডের সলমন-অনুষ্কা-প্রিয়াঙ্কা
পুজোর আগে বর্ধমানে গিয়ে বিতর্কিত কথা বলে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যেখানে খুব ক্যাজুয়ালি তাঁর মুখ দিয়ে বেরিয়ে যায় ‘রেপ-টেপ’। এমনিতেই ৩১ বছরের তরুণী ডাক্তারের নৃশংস মৃত্যুতে ক্ষেপে ছিল বাংলার মানুষ। আরো বেশি করে যেন আগুন লাগে ডোনার বক্তব্যে। ক্রমাগত তুলোধনা হতে থাকেন তিনি সব জায়গাতে।
আরও পড়ুন: ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা
এখানেই শে নয়, এরপর একটি মেইলের স্ক্রিনশট ভাইরাল হয়, যা ইংল্যান্ডেরই কোনো এক বাঙালি প্রতিষ্ঠানের পুজো উদ্যোক্তাদের বলে দাবি (যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সেই মেইলের বয়ানে ছিল মহালয়ার দিন ডোনার নাচের অনুষ্ঠান বাতিল। ওই কমিটির সদস্যদের অনুরোধে, ও সবার ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে ডোনার অনুষ্ঠান বাতিল হলেও, মহালয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই মেইলে, কোথাও আরজি কর কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ না থাকলেও, দুইয়ে দুইয়ে চার করতে কারোরই কোনো সমস্যা হয়নি। তবে ওই একটি অনুষ্ঠানই বাতিল হয়েছে ডোনার। আপাতত লন্ডনেরএকাধিক শহরে পারফর্মেন্স চলছে তাঁর ও দীক্ষা মঞ্জুরির।
আরও পড়ুন: ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল?
আরজি কর কাণ্ডের পর কলকাতার এক মিছিলে দেখা পাওয়া গিয়েছিল সানা গঙ্গোপাধ্যায়েরও। তিনি কলকাতায় এসেছিলেন সেই সময় যদিও ব্যক্তিগত কাজে। তবে সুযোগ ছাড়েননি প্রতিবাদে সামিল হওয়ার। আরজি কর নির্যাতিতার বিচারের দাবিতে তাঁকে আওয়াজ তুলতে দেখা গিয়েছিল। সেই মিছিল শেষে, বাবার সঙ্গে নির্যাতিতার প্রতীকি আবয়বের সামনে মোমবাতিও জ্বালান।