ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বুধবার রাতেই যাত্রা করেন মহাকুম্ভের উদ্দেশে। সেই ছবিও তিনি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। যদিও বর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নয়, ডোনা প্রয়াগরাজে গিয়েছেন তাঁর টিমের সঙ্গে। সেখানে নৃত্য পরিবেশন করবেন তিনি।
আর এই সুযোগককে ‘ভাষায় বোঝানো অসম্ভব’ বলে বর্ণনা করলেন ডোনা। ‘সঙ্গম শহরে, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মাঝে, মহাকুম্ভে পারফর্ম করতে পারা এবং সর্বশক্তিমানের প্রতি আমার ভক্তি নিবেদন করা, একজন শিল্পী এর চেয়ে বেশি আর কী বা চাইতে পারেন? এত বছরের মধ্যে এই প্রথম আমি কুম্ভে পারফর্ম করব’, লেখেন ডোন।
ডোনা কয়েক বছর আগে অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে গিয়েছিলেন এবং ত্রিবেণী মহোৎসবে পারফর্ম করেছিলেন। তবে মনে করেন যে, এই বছরের উত্তেজনা অন্যরকম। ‘প্রয়াগরাজ একটি পরিচিত জায়গা, কিন্তু একজন শিল্পী হিসাবে, আপনি এত ভিড়ের জন্য পারফর্ম করার মতো আনন্দের কিছুই হয় না। আমার মনে হয় মঞ্চে ওঠার পর উত্তেজনা দ্বিগুণ হয়ে যাবে। কুম্ভে আসার রোমাঞ্চ ভাষায় প্রকাশ করা যায় না।’, আরও বলেন ডোনা।
আরও পড়ুন: ‘খুশিতে আত্মহারা…’, গণহত্যা-ধর্ষণ ভুলে মুজিবকেই মুছে দিল বাংলাদেশ, ‘কাটা হিজবুতি’দের কটাক্ষ তসলিমার
জানা যাচ্ছে, ২০ জন শিল্পীর দলের সঙ্গে পারফর্ম করতে চলেছেন ডোনা। ‘আমরা গঙ্গা নিয়ে, ভগবান শিবকে নিয়ে পারফর্ম করব। সঙ্গে ইউপি পর্যটনের গান কুম্ভ চলো রে আমার পারফরম্যান্সের জন্য সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যা এক ঘন্টারও বেশি সময় ধরে চলবে। আমরা দীর্ঘদিন ধরে অনুশীলন করছি, এবং আমরা জানি এটা দর্শকের জন্যও একেবারে নতুন হতে চলেছে। তাই মঞ্চে আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’. জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় পত্নী।
সঙ্গে ডোনা আরও খোলসা করেছেন যে পরিবারের সকলের মঙ্গলের জন্য তিনি সঙ্গমে স্নান করবেন। যাবেন আখড়াতেও। বিশেষ করে মায়ের জন্য প্রার্থণা করবেন, যিনি বর্তমানে অসুস্থ। তবে ডোনার পারফরমেন্স দেখতে সৌরভ গঙ্গোপাধ্যায় খোদ উপস্থিত থাকবেন কি না, তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, একবার ঋতুপর্ণ ঘোষের শো-তে এসে ডোনাকে বলতে শোনা গিয়েছিল, তাঁর পারফরমেন্সে সেভাবে কখনোই উপস্থিত থাকেন না সৌরভ। এমনকী, বাড়িতে থাকলেও আসেন না বউয়ের নাচ দেখতে। আর ডোনার মুখে এমন কথা শুনে প্রথমে ঋতুপর্ণ ভেবেছিলেন হয়তো, জনপ্রিয়তার কারণে লোক ছেঁকে ধরবে সেই ভয়ে যান না! তবে সৌরভ নিজেই সে ভুল ভাঙলেন। বলে বসলেন, ‘ওই সময় বাড়িতে একা। চয়েজ আছে… ভেবে দেখো।’
ওই শো-তেই ‘কখনও নেচে দেখান সৌরভকে?’ প্রশ্নে হেসে গড়িয়ে যান ডোনা। বলে বসেন, ‘ও দেখে না তাই নাচি। নয়তো নাচটাকে অপমান করা… প্র্যাক্টিসের সময় এসে বলে, আর কতক্ষণ?’ বহুবছর আগে হওয়া এই কথোপকথনের ঝলক পুণরায় শেয়ার করেছিল স্টার জলসা। খুব ভাইরাল হয়েছিল এই ভিডিয়োটি। যদিও পুরটাই স্বামী আর স্ত্রীর নিজস্ব বোঝাপড়া, তবুও ডোনার মতো গুণী শিল্পীর নাচ নিয়ে সৌরভের করা ‘অবজ্ঞা’ নিয়ে নিন্দেও করেছিল নেটপাড়া।