বাংলা নিউজ > বায়োস্কোপ > Dona-Sourav: ভাসুর স্নেহাশিসের রিসেপশনে আসেননি! অন্য দেশ থেকে ছবি দিল ডোনা, কোথায় সৌরভ পত্নী

Dona-Sourav: ভাসুর স্নেহাশিসের রিসেপশনে আসেননি! অন্য দেশ থেকে ছবি দিল ডোনা, কোথায় সৌরভ পত্নী

স্নেহাশিস-অর্পিতার রিসেপশনে আসেননি, ডোনা এখন কোথায়?

সৌরভ গঙ্গোপাধ্যায় এলেও, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের রিসেপশনের অনুষ্ঠানে দেখা পাওয়া গেল না ডোনার। কোথায় এখন রয়েছেন চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ছোট বউমা?

বুধবার ছিল সিএবির প্রসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের রিসপশন। প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়কে আইনি বিয়ে করেছিলেন ২১ জুলাই। বিয়ের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে দেখা গেল। দাদার বিয়ের দিন আসতে পারেননি তিনি। দেশের বাইরে ছিলেন। তবে মিস করলেন না রিসেপশন পার্টি।

তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এলেও, রিসেপশনের অনুষ্ঠানে দেখা পাওয়া গেল না ডোনার। এর আগে বিয়ের দিনও ছিলেন না চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ছোট বউমা। সেই সময় কলকাতা শহরেই ছিলেন তিনি। তবে তাঁর নাচের স্কুল দীক্ষা মঞ্চজুরি-তে ছিল গুরু পূর্ণিমার পুজো। রিসেপশনে ডোনার অনুপস্থিত থাকার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: নানিরাই করছে বড় ঈশানকে, ৩ বছরের ছেলেকে রেখে নুসরত জাহান বিগ বসে ১৮-তে?

তবে ডোনা বুধবারই সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করলেন। যা তাঁর আর সৌরভের সাউথ আফ্রিকা ভ্রমণের টুকরো-টাকরা ছবি নিয়ে বানানো একটা ভিডিয়ো। যদিও এখন মোটেও যাননি তিনি সাউথ আফ্রিকাতে। ভিডিয়োর শুরুতেই তারিখ উল্লেখ করে দিয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে গিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধাচারণ, বৃহস্পতিবার রাতে বটি হাতে রাস্তায় বাংলাদেশের নায়িকা বাঁধন

অর্পিতার সঙ্গে গঙ্গোপাধ্যায় বাড়ির ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। বেহালাতেও ভালোই যাতায়াত আছে। এমনকী, ডোনা-সৌরভ, হবু শাশুড়িমায়ের সঙ্গেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল অর্পিতাকে। তাই ডোনার ভাসুরের রিসেপশন পার্টিতে না থাকা প্রশ্ন তুলছে, তাহলে কি এই বিয়েতে মত ছিল না?

আরও পড়ুন: খুব ভালো ক্রিকেট খেলতেন! কলেজে কেমন ছিল বুদ্ধবাবু, খোলসা করলেন বন্ধু-প্রতিবেশীরা

বুধবর বাইপাস লাগোয়া সাততারা হোটেলে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। খবর খুব ঘনিষ্ঠ কিছু মানুষকেই আমন্ত্রণ জানানো হয়েছিল এদিন। সৌরভের ঘনিষ্ঠ শিবির থেকে দাবি করা হয়েছিল যে, রিসেপশনেও সম্ভবত থাকবেন না মহারাজ। তবে তা হয়নি। বিয়ের দিন দেখা গিয়েছিল প্রাক্তন ক্রিকেট কর্তা, প্রয়াত জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়াকে। ছেলেকে নিয়ে এসেছিলেন বৈশালী। এছাড়াও আসেন বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। স্ত্রী বুলবুলকে নিয়ে হাজির হয়েছিলেন বাংলা ক্রিকেটের লালজি।

এর আগে মোম গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন স্নেহাশিস। তবে গত বছরই স্বামীর (তখনও ডিভোর্স হয়নি) নামে তিনি নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। পরে অবশ্য ৫ কোটি টাকা ও একটি ফ্ল্যাট খোরপোশ দেওয়ায় হয় মিউচুয়াল ডিভোর্স। তবে স্নেহাশিস-অর্পিতারসম্পর্কের গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। 

বায়োস্কোপ খবর

Latest News

'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে? আগামিকাল কেমন কাটবে আপনার? ভাগ্যের সাহায্য পাবেন কি? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.