‘জাস্টিস ফর আর জি কর’, এই সুর তুলে বুধবার বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে হাঁটলেন ডোনা গঙ্গোপাধ্যায়। নাচের স্কুলের ছেলেমেয়ে আর মেয়ে সানাকে সঙ্গী করে প্রতিবাদে অংশ নেন সৌরভ ঘরণী। আর জি কর ইস্যুতে সৌরভের বিতর্কিত মন্তব্যের মাঝেই ডোনার দীক্ষামঞ্জরির অনুষ্ঠানের দিকে নজর ছিল সকলের। মিছিলে পা মেলানোর অনুমতি পাননি সৌরভ। তবে স্কুলের সামনে মেয়ে সানার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতা তরুণীর জন্য বিচার চাইলেন মহারাজ।
পরনে কালো কুর্তা, জলে ভিজে সপসপে হয়ে গিয়েছেন ডোনা। তিনি নিজে মেয়ে, তার উপর এক তরুণীর মা। এদিন জোরগলায় ডোনা জানালেন, ‘আমাদের একটাই বার্তা, ধর্ষণের ঘটনা বন্ধ করতে হবে। গত কয়েকদিনে শুধু কলকাতা নয়, আরও অনান্য জায়গা থেকেও রেপের খবর আসছে। এটা বন্ধ হওয়া দরকার। আমাদের সবার জন্য একটা সুরক্ষিত সমাজের দরকার। যে সমাজে পরস্পরের প্রতি শ্রদ্ধা-সম্মান এগুলো থাকবে’।
‘নিরাপদ সমাজ’-এর জন্যই সুর চড়ালেন ডোনা। আরজি কর-কাণ্ডের আবহে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। সেখানে উল্লেখ করা রয়েছে, ‘যত দূর সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে’। এই ব্যাপারে ডোনার কাছে প্রশ্ন রাখা হলে সেই প্রশ্নের জবাব এড়ান নৃত্যশিল্পী। শুধু বলেন, ‘আমরা তো সর্বত্র নিউজে রেপের কথাই দেখছি, পড়ছি’।
এদিন দেশের বর্তমান পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো উত্তেজিত সৌরভ তনয়া। তিনি সাফ জানান, ‘এগুলো অবিলম্বে বন্ধ হতে হবে। আমার কিছু বলার নেই, আমরা বিচার চাই, আমি বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। এমন শাস্তি দেওয়া হোক, যেন কেউ ভাবতে না পারে’। আরজি করের নৃশংস ঘটনার পরে সম্প্রতি মহারাষ্ট্রে দুই শিশুর উপর স্কুলে যৌন নির্যাতনের খবর উঠে এসেছে।
আর জি কর কাণ্ডে বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য সরকার ও কলকাতা পুলিশের। কেন দেরিতে দায়ের হল খুন ও ধর্ষণের মামলা? ক্রাইম সিন সিল করতে কেন দেরি? এমন অনেক প্রশ্নের জবাব দিতে পারেনি রাজ্য। ওদিকে হাসপাতালের ভূমিকা নিয়েও শুরু থেকেই উঠছে একাধিক প্রশ্ন। চাপের মুখে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই পদত্যাগ করেছিলেন, পরে ন্যাশন্যাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে তাঁর নিয়োগ নিয়েও শুরু হয় বিতর্ক। বুধবার সেই পদ থেকে সরানো হয়েছে সন্দীপ ঘোষকে।
আর জি কর হাসপাতালের নতুন অধ্য়ক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল সুহৃতা পালকে। ১০ দিনের মাথায় অপসারিতা তিনি, আপতত আরজি কর মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়।