সম্প্রতি গ্র্যাজুয়েট হয়েছেন সৌরভ-কন্যা। সে ছবি দেখেছে তামাম নেটপাড়া। আবেগে ভেসেছে বাবা সৌরভ গঙ্গোপাধ্যায় আর মৌ ডোনা। এই সেদিন যেই মেয়েটা বাবা-মায়ের কোল আলো করে এল, সে-ই ইংল্যান্ডের ইউনিভার্সিটি গিয়ে লেখাপড়ার বড় একটা ধাপ পেরিয়েছে।
বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যলয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিত স্নাতক হলেন সানা গঙ্গোপাধ্যায়। বুধবারই অনুষ্ঠিত হয়েছে সানার সমাবর্তন অনুষ্ঠান। যাতে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ। ডোনা অবশ্য শেষ কয়েকবছর বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন লন্ডনে মেয়ের কাছে। কনভোকেশনের ছবি শেয়ার করে সৌরভ লিখেছিলেন, ‘গ্র্যাজুয়েশন ডে… জীবনের প্রথম পদক্ষেপ যা ও সারা জীবন মনে রাখবে।’ যাতে কালো কোট মাথায় কালো হ্যাট পরা সানা, সানার হাতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, সানার বন্ধুরা, কনভোকেশনের অনুষ্ঠানের ভিডিয়ো-সহ একাধিক মুহূর্ত শেয়ার করে নেন বাংলার মহারাজ। ডোনার প্রোফাইলেও সানার গ্র্যাজুয়েশন ডে-র একাধিক ছবি। যাতে মেয়ের প্রতি ভালোবাসাই প্রকাশ পেয়েছে। আরও পড়ুন: জওয়ান যেন সাইক্লোন! শনিবারের আয় ঐতিহাসিক, ভেঙে দিল সব রেকর্ড, ৩ দিনে কত তুলল ঘরে
সানার সাফল্যে খুশি নেটিজেনরা। টলিউডের শ্রাবন্তী, মিমি, শুভশ্রী থেকে শুরু করে বহু তারাকারা সৌরভ-কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর এই বিশেষ দিনে।
সপ্তাহখানেকের ছুটিতে লন্ডনে গিয়েছেন সৌরভ। আপাতত কটা দিন সানার সঙ্গে কাটিয়ে তারপরই দেশে ফেরার কথা রয়েছে সৌরভের। মাঝে সানা আর ডোনাকে নিয়ে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলাও দেখেন। তা মেয়েকে এই বিশেষ দিনে কী উপহার দিলেন? এই সময় ডিজিটালকে ডোনা জানালেন, সেভাবে মেয়েকে বিশেষ উপহার দেননি তিনি বা সৌরভ কেউই। বরং সানা যাতে আগামীতে আরও ভালো লেখাপড়া করতে পারে বা প্রতিষ্ঠিত হয় সেটাই বেশি গুরুত্বপূর্ণ তাঁদের কাছে।
ডোনা জানিয়েছেন, লন্ডনের যে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে সেখানেই উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবে সানা। আপাতত লন্ডন থেকেই করবে সে এমএসসি। যদিও স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসি (PWC) লন্ডন থেকে ইন্টার্নশিপ করেছেন সানা। গত বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন সৌরভ কন্যা। আর PwC-তে ইন্টার্নশিপ করার সময় মাস প্রতি আড়াই লক্ষ টাকা বেতন পেতেন। আর এবার যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম চর্চিত কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে। আপতত এখানেই কর্মরত তিনি।