চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। আপতত সেরে উঠেছেন ডোনা, চলতি সপ্তাহ শেষে অর্থাৎ ২২ ও ২৩শে অক্টোবর তাঁকে দেখা যাবে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’র মঞ্চে। যদিও ডোনা এই এপিসোডের শ্যুটিং সেরেছেন অসুস্থ হওয়ার আগেই। ওডিসি নাচে যার বিশ্বজোড়া খ্যাতি, তবুও লাইমলাইট থেকে একটু দূরে থাকাই পছন্দ ডোনা গঙ্গোপাধ্যায়ের। এর আগে বেশ কয়েকবার ‘দাদাগিরি’র মঞ্চে ডোনাকে দেখা গেলেও এই প্রথম কোনও ডান্স রিয়ালিটি শো-তে অতিথি বিচারক হিসাবে হাজির নৃত্যশিল্পী।
দিওয়ালি স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসাবে দেখা যাবে ডোনাকে। খুদেদের নাচ থেকে মন্ত্রমুগ্ধ ডোনা। চিত্রিতা-স্বরূপরা অচিরেই মন জিতে নিয়েছেন ডোনার। শুধু মঞ্চে হাজির থাকবেন না ডোনা, নাচের স্টেপ ম্যাচ করতেও দেখা যাবে তাঁকে। সম্প্রতি সামনে এসেছে শো-এর নতুন প্রোমো, সেখানেই ‘ভাসান বাপি’ রোহনের সঙ্গে আলাপচারিতার মাঝে মহারাজের প্রসঙ্গ নিয়ে এলেন ডোনা।
স্বরূপের নাচ থেকে ‘ভাসান ডান্স’ করতে ইচ্ছুক হয়ে ওঠে ‘ভাসান বাপি’। ডোনা তাঁকে জানায়, ‘ভাসান ডান্স হল বাঙালির প্যাশন। মহারাজাদাও খুব নাচেন… ভাসান ডান্স। যখনই খুশি হয় তখনই নাচতে শুরু করে দেয়’। এরপর মনামী, রুক্মিণীদের সঙ্গে ভাসান ডান্সের স্টেপে পা মেলান ডোনা।
খুদে প্রতিযোগিদের নিয়ে কী বলছেন ডোনা? নৃত্যশিল্পীর কথায়, ‘আমি ভাবনি বাচ্চারা এতোভালো নাচবে। সবাই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমি জানি না কে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হবে-তবে সবাই খুব ট্যালেন্টেড। এখানে এসে মনে হল এরা যদি নাচটা ধরে রাখতে পারে, তাহলে ভারতে সুযোগ্য নৃত্যশিল্পীর অভাব হবে না, ভবিষ্যত সুরক্ষিত’।
শ্যুটিং-এর ফাঁকে দেব-রুক্মিণীদের সঙ্গেও আড্ডা দিতে দেখা গেল ডোনাকে। এই শো-এর পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, যিনি ‘দাদাগিরি’ পরিচালনা করেন। সেই সুবাদেই ডোনার সঙ্গেও দুর্দান্ত সম্পর্ক তাঁর। তাঁর জোরাজুরির জেরেই রিয়ালিটি শো-এ অতিথি বিচারক হয়েছেন ডোনা কিন্তু সম্পূর্ণরূপে কোনও রিয়ালিটি শো-এর মঞ্চে বিচারক হতে না-রাজ তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান,'পুরোপুরি রিয়ালিটি শোয়ে সময় দেওয়া একটু কঠিন। তা-ও এখন আমি অনেকটাই ফাঁকা থাকি। কারণ সানা এখন বিদেশে।… মহারাজের ব্যস্ততা সবাই জানে। পরিবারের সবার দেখাশোনা করে সবটা সামলানো একটু কঠিন'।