বাংলা নিউজ > বায়োস্কোপ > Dona Ganguly ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, লেখা সৌরভ-পত্নীর ফেসবুকে! পরে জানা গেল হ্যাক হয়েছে সেটি

Dona Ganguly ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, লেখা সৌরভ-পত্নীর ফেসবুকে! পরে জানা গেল হ্যাক হয়েছে সেটি

হ্যাক হল ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল।

শনিবার রাতে কেউ বা কারা হ্যাক করে নেয় ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল। সেখান থেকে পোস্ট করা হতে থাকে সব আজব পোস্ট। এমনকী, সৌরভ-পত্নীর আত্মার শান্তিও কামনা করা হয়। 

আরজি কর নিয়ে কথা বলার সময় ডোনা গঙ্গোপাধ্যায় মুখ ফসকে বলেছিলেন, ‘রেপ-টেপ তো সব জায়গাতেই হয়…’! এরপর সমালোচনায় উঠে আসেন সৌরভ-পত্নী। এভাবে অবিবেচকের মতো রাখা তাঁর মন্তব্য ঘিরে একপ্রকার উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার একাংশ। যদিও তিনি পরে নিজের বক্তব্যে সপক্ষে নানা যুক্তি দিয়েছেন, তবে তাতে মন গলেনি কারওরই। আর এসবের মাঝে শনিবার রাতে দেখা গেল ডোনার ফেসবুক প্রোফাইল থেকে আসছে আজব আজব সব পোস্ট।

কোনোটায় লেখা ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, তো কোনোটায় আবার, ‘শান্তিতে ঘুমোও বোন ডোনা’। একটি পোস্টে লেখা কোনও এক দুর্ঘটনায় নাকি ‘প্রাণ হারিয়েছেন’ এই নৃত্যশিল্পী। তবে এই সবকটি পোস্টই ছিল বিজাতীয় ভাষায়। হিন্দি বা ইংরাজি নয়। এরপর জানা যায়, হ্যাক হয়ে গিয়েছে ডোনার ফেসবুক প্রোফাইল খানাই।

এই পোস্টগুলোই শুধু নয়, রাতের দিকে অর্ধনগ্ন মহিলাদের ছবিও পোস্ট করা হতে থাকে ডোনার ফেসবুক প্রোফাইলে। এমনকী, পরিচিত বেশ কয়েকজন পর্নোগ্রাফি পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য।

আরও পড়ুন: ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার

তবে খানিক সময়ের মধ্যে সেটি পুনরুদ্ধার করে নেওয়া গিয়েছে হ্যাকারদের থেকে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই সব বিতর্কিত পোস্ট মুছে ফেলা হয়েছে। বলে রাখা ভালো, কয়েকদিন আগেও হ্যাকড হয়েছিল সৌরভ-পত্নীর প্রোফাইল। 

ডোনার ফেসবুক পোস্ট।
ডোনার ফেসবুক পোস্ট।

বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনা বলেছিলেন, ‘রেপ টেপ সব জায়গায়তেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা যেভাবে একত্রিত হয়ে প্রতিবাদ করছে, এটা একটা বিরাট ব্যাপার।’ তবে এরপর বিতর্ক উঠলে চারদিকে ডোনা প্রতিবাদ করেন। 

সেইসময় নিজের ফেসবুক স্টোরিতে তিনি লেখেন, ‘আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যা সন্তানের মা। আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি, আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি। যদি মহিলা সাংবাদিকরা আমার কথার ভুল অর্থ বার করেন তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে, খুব দুঃখের!! আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য় নিয়ে চলা একজন মহিলাকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন’।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.