আরজি কর নিয়ে কথা বলার সময় ডোনা গঙ্গোপাধ্যায় মুখ ফসকে বলেছিলেন, ‘রেপ-টেপ তো সব জায়গাতেই হয়…’! এরপর সমালোচনায় উঠে আসেন সৌরভ-পত্নী। এভাবে অবিবেচকের মতো রাখা তাঁর মন্তব্য ঘিরে একপ্রকার উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার একাংশ। যদিও তিনি পরে নিজের বক্তব্যে সপক্ষে নানা যুক্তি দিয়েছেন, তবে তাতে মন গলেনি কারওরই। আর এসবের মাঝে শনিবার রাতে দেখা গেল ডোনার ফেসবুক প্রোফাইল থেকে আসছে আজব আজব সব পোস্ট।
কোনোটায় লেখা ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, তো কোনোটায় আবার, ‘শান্তিতে ঘুমোও বোন ডোনা’। একটি পোস্টে লেখা কোনও এক দুর্ঘটনায় নাকি ‘প্রাণ হারিয়েছেন’ এই নৃত্যশিল্পী। তবে এই সবকটি পোস্টই ছিল বিজাতীয় ভাষায়। হিন্দি বা ইংরাজি নয়। এরপর জানা যায়, হ্যাক হয়ে গিয়েছে ডোনার ফেসবুক প্রোফাইল খানাই।
এই পোস্টগুলোই শুধু নয়, রাতের দিকে অর্ধনগ্ন মহিলাদের ছবিও পোস্ট করা হতে থাকে ডোনার ফেসবুক প্রোফাইলে। এমনকী, পরিচিত বেশ কয়েকজন পর্নোগ্রাফি পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য।
আরও পড়ুন: ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার
তবে খানিক সময়ের মধ্যে সেটি পুনরুদ্ধার করে নেওয়া গিয়েছে হ্যাকারদের থেকে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই সব বিতর্কিত পোস্ট মুছে ফেলা হয়েছে। বলে রাখা ভালো, কয়েকদিন আগেও হ্যাকড হয়েছিল সৌরভ-পত্নীর প্রোফাইল।
বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনা বলেছিলেন, ‘রেপ টেপ সব জায়গায়তেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা যেভাবে একত্রিত হয়ে প্রতিবাদ করছে, এটা একটা বিরাট ব্যাপার।’ তবে এরপর বিতর্ক উঠলে চারদিকে ডোনা প্রতিবাদ করেন।
সেইসময় নিজের ফেসবুক স্টোরিতে তিনি লেখেন, ‘আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যা সন্তানের মা। আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি, আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি। যদি মহিলা সাংবাদিকরা আমার কথার ভুল অর্থ বার করেন তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে, খুব দুঃখের!! আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য় নিয়ে চলা একজন মহিলাকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন’।