আভা লুইস, একজন OnlyFans মডেল যিনি গতবছর NYC - to - Dublin পোর্টালটি বন্ধ করে স্পট লাইটে এসেছিলেন। চলতি বছর ফের একটি সাহসী পদক্ষেপ নিয়ে খবরের শিরোনাম ছিনিয়ে নিলেন তিনি। কি এমন করেছেন আভা লুইস?
গত বৃহস্পতিবার রাতে ২৬ বছর বয়সী আভা লুইস ডোনাল্ড ট্রাম্পের লং আইল্যান্ডের সমাবেশে একটি সাহসী স্টান্ট দেখিয়ে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন। ওই সমাবেশে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দিচ্ছিলেন। ঠিক সেই সময় লুইস নিজের পোশাক খুলে ফেলে এবং বিভিন্ন উত্তেজক অঙ্গি ভঙ্গি করতে শুরু করেন।
গোটা ঘটনাটি ডোনাল্ড ট্রাম্পের চোখে না পড়লেও উপস্থিত দর্শকরা ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ভিড়ের মধ্যে উপস্থিত এক পুলিশ অফিসার আভা এবং তার সঙ্গীকে ঘটনাস্থল থেকে বের করে দেয়। গোটা ঘটনায় আভা ভীষণ রেগে যান।
(আরও পড়ুন: প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের)
ঘটনার পরিপ্রেক্ষিতে আভা বলেন, গত কয়েক মাস ধরে MAGA প্রচার অভিযানকে সমর্থন করার জন্য অর্থ সংগ্রহ করছি আমি। এখন প্রতিমাসে আমি 100k উপার্জন করি। ডোনাল্ডকে দেওয়ার জন্য আমার ট্রাম্প থিম যুক্ত সামগ্রী থেকে 500k ছাড় দেওয়ার চেষ্টা করছি আমি।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেন? উত্তরে আভা বলেন, ট্রাম্প একজন উদ্যোক্তা ছিলেন, আমিও একজন উদ্যোক্তা। আমি আমার স্তনের ছবি বিক্রি করি, তিনি আমেরিকার স্বপ্ন বিক্রি করেন। তাই আমরা দুজনেই কোথাও না কোথাও এক।
(আরও পড়ুন: বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক)
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে আভার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন লিখেছেন, খুব ভালো কাজ করেছো। অন্য একজন লিখেছেন, তোমাকে সম্মতি জানাই।
আভা লুইস কে ?
আভা tiktok ভিডিয়োর জন্য একসময় ভীষণ ভাইরাল হয়েছিলেন। প্রায়শই তিনি বিভিন্ন রকম ভিডিয়ো পোস্ট করেন এবং বর্তমানে তিনি ব্লগ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তবে সম্প্রতি তিনি যে কাজটি করলেন তাতে নিঃসন্দেহে সারা বিশ্ব জুড়ে আভা একটি পরিচিতি লাভ করলেন, তা বলাই বাহুল্য।