স্তন ক্যানসারের অপমান হওয়ার তিন মাসের মাথায় একটি দীর্ঘ নোট শেয়ার করলেন অভিনেত্রী ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়ায় লিখলেন অনেক নার্স বা আয়ারাই ক্যানসার রোগীদের জন্য ব্যবহার করেন ‘বেচারা’ শব্দটা। কিন্তু তিনি মনে করেন আসলে ক্যানসারের সঙ্গে যারা লড়ছেন তাঁরা খুব ‘শক্ত মানসিকতা’র।
ছবি নিজের একটা ফোটো শেয়ার করেছেন পিঙ্ক ব্লেজারে। পিঠে ব্যাকপ্যাক। একগাল হাসি মন ভালো করে দেওয়ার মতো। ছবির ক্যাপশনে ছবি লিখলেন, ‘ব্রেস্ট ক্যানসারের অপারেশনের ৩ মাস হয়ে গেছে ভেবেই আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। যে উন্নতি আমি করেছি, তাতে ভীষণ খুশি। নিজের পিঠ চাপড়াচ্ছি যে পজিটিভিটির সঙ্গে আমি সবটা করেছি। সঙ্গে আরও গর্ব হচ্ছে নিজে ক্যানসারের ব্যাপারে যা কিছু শিখেছি, বা ক্যানসারের সঙ্গে লড়ছেন এমন ভাই-বোনদের থেকে। যার মধ্যে অন্যতম হল এটা সারিয়ে তোলা সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই। হতে পারে একটু সময় লাগবে, কিন্তু টানেলের ওপাশে আলো আছে। কেমো-রেডিয়েশান তোমার চুলে প্রভাব ফেলতে পারে, আত্মায় নয়। সবথেকে বড় কথা এই রোগের উপরে তোমার কোনও হাত নেই। কিন্তু সেটাকে কীভাবে গ্রহণ করবেন তাতে আছে।’
‘আমি অনেক ক্যানসারের রোগীকে দেখেছি কেমোর পর সোজা কাজে যেতে। আমি নিজেও প্রতিটা রেডিয়েশনের পর তেমনটা করেছি। তবে এটা বলতে হবে কেউই ক্যানসার নিয়ে নিজেদের পজিটিভ এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান না। কিন্তু অনেক কেয়ারগিভাররা আছেন যারা রোগীদের ক্ষেত্রে বেচারা শব্দটা ব্যবহার করেন। আমি বলতে চাই ওঁরা কিছুতেই বেচারা নয়, বরং অনেক বেশি শক্ত মনের।’, লেখেন ছবি মিত্তল।
অভিনেত্রী আরও জানালেন, তিনি নিজের ক্যানসার জার্নির নানা দিক তুলে ধরার চেষ্টা করন। অন্তত সেই দিকগুলো যাতে কিছু ভুল ধারণা অন্তত ভাঙে। সেই মানুষগুলোর জন্য তিনি দেন, যারা তাঁকে ম্যাসেজ করেন ‘দিদি আমি ভয় পাচ্ছি’!
চলতি বছরের এপ্রিলে ছবি জানান তাঁর প্রথম স্টেজের ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে। যার কিছুদিন পরেই হয় অপারেশন। প্রথম থেকেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসছেন তিনি।