২০০৮ সালে করণ জোহর পরিচালিত দোস্তানা সিনেমাটি ভীষণ জনপ্রিয় হয়েছিল মানুষের মধ্যে। এই সিনেমায় অভিষেক বচ্চন, জন আব্রাহাম এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন। তিনটি মানুষের মধ্যে অদ্ভুত ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি করা হয়েছিল এই সিনেমাটি। ‘দোস্তানা’ হিট হওয়ার পর ‘দোস্তানা ২’ নিয়ে কাজ শুরু করেছিলেন করণ। কিন্তু কেন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সিনেমার শ্যুটিং শুরু হয় নি কোনওদিন?
আরও পড়ুন: ১৯ বছরেই ১১টি জ্যোতির্লিঙ্গ ঘুরে ফেলেছেন শিবভক্ত রাশা! বললেন, 'খালি নাগেশ্বর বাকি, ওটাও...'
আরও পড়ুন: স্যাপিওসেক্সুয়ালের সঙ্গে ক্যাজুয়াল সেক্স! সুদীপ-পত্নীর নয়া পোস্ট দেখে চোখ গোলগোল নেটপাড়ার
‘দোস্তানা ২’ সিনেমায় কাস্টিং করা হয়েছিল কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং লক্ষ্যকে। এখানেও একটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। জাহ্নবী এবং লক্ষ্য দুই ভাই বোনের চরিত্রে অভিনয় করতেন। দুই ভাইবোনই একজনের প্রেমে পড়তেন, যে চরিত্রে অভিনয় করতেন কার্তিক আরিয়ান। ২০১৯ সালে যখন এই সিনেমাটি তৈরি হওয়ার ঘোষণা হয়েছিল, স্বাভাবিকভাবেই ভীষণ খুশি ছিলেন ভক্তরা। কিন্তু পরবর্তী সময়ে কার্তিক এবং করণের মধ্যে সমস্যা তৈরি হওয়ায় সিনেমার কাজ বন্ধ হয়ে যায়।
সিনেমা প্রসঙ্গে জুহি বব্বরের মন্তব্য
নিউজ এইট্টিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জুহি বলেছিলেন, আমার এখানে কার্তিক এবং জাহ্নবীর মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল। মূলত এখানে ওরা যমজ ভূমিকা অভিনয় করতেন। ব্যাপারটা ভীষণ মজাদার হত। কিন্তু ৬০ থেকে ৭০ শতাংশ ছবির কাজ হয়ে যাওয়ার পরেও বন্ধ হয়ে যায় ছবিটি। কিছু সমস্যা তো অবশ্যই হয়েছিল।
সম্প্রতি চান্দু চ্যাম্পিয়ন সিনেমায় অভিনয় করেছেন কার্তিক। এই সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের আরও একবার করণ জোহরের প্রসঙ্গ উঠে আসে। পরিচালকের কথা উঠতেই কার্তিক বলেন, দেখুন ওটা অনেকদিন আগেকার কথা। অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যা হাতের বাইরে বেরিয়ে যায়। সব থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় যা লেখালেখি হয় তাতে ভুল বোঝাবুঝি আরও বেশি বেড়ে যায়। তবে আমি কোনও বিতর্ক চাই না। কাজের ওপর ফোকাস করতে চাই, নিজেকে প্রমাণ করতে চাই না আমি।
আরও পড়ুন: প্রকাশ্যে এল বাফটার মনোনয়ন তালিকা, তিনটি বিভাগে মনোনীত ভারতীয় ছবি
আরও পড়ুন: সইফের আরোগ্য কামনায় হাম তুমের পোস্টার হাতে লীলাবতী হাসপাতালের বাইরে অনুরাগী! কী বললেন?
প্রসঙ্গত, কার্তিকের সঙ্গে সমস্যা হওয়ার পর পরিচালক ঘোষণা করেছিলেন, ‘দোস্তানা ২’ কাস্টিং নিয়ে সমস্যা হয়েছে। কিছু বদল আনা হবে সিনেমায়। আনুষ্ঠানিক ঘোষণার জন্য সকলে তৈরি থাকুন। কিন্তু এত কিছু বলার পরেও কেন তৈরি হল না দোস্তানা ২, তা একমাত্র বলতে পারেন করণ জোহর।