বাংলা নিউজ > বায়োস্কোপ > Dostojee billboard at Times Square: তখন টাকার অভাবে কিছু করা হয়নি, এখন আমেরিকায় দোস্তজীর বিলবোর্ড, আবেগতাড়িত প্রসূন

Dostojee billboard at Times Square: তখন টাকার অভাবে কিছু করা হয়নি, এখন আমেরিকায় দোস্তজীর বিলবোর্ড, আবেগতাড়িত প্রসূন

দোস্তজী নিয়ে আবেগতাড়িত প্রসূন

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন দুই বাংলার তারকারা। অভিনেতা জীতু কমল লিখেছেন, ‘গর্ব ভাগ করলে,আরো গর্বিত হওয়া যা’। ভালোবাসা জানিয়েছেন সৌম্য ঋত। ভালোবাসা জানিয়েছেন, বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি থেকে আজমেরী হক বাঁধন।

নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ার, সেখানেই লাগানো বিশালাকৃতির বিলবোর্ড। সেটাও আবার বাংলা ছবি 'দোস্তজী'র জন্য। তাতেই ফুটে উঠছে মুর্শিদাবাদের দুই খুদেকে নিয়ে তৈরি এই ছবির ঝলক। আবেগে না ভেসে পারলেন না ছবির পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। তাঁর কথায় উঠে এল ছবি মুক্তির সময়ের কথা। যখন টাকার অভাবে নিজের দেশেও তাঁদের পক্ষে বড় পোস্টার বা হোর্ডিং দেওয়া সম্ভব হয়নি।

ফেসবুকে টাইম স্কোয়ারে লাগানো 'দোস্তজী'র বিলবোর্ডে ছবি শেয়ার করে প্রসূন লিখেছেন, 'অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারবনা। যখন নিজের দেশে, নিজের শহরে 'দোস্তজী' রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিলনা। তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে।

আমেরিকাতে এসে জানতে পারলাম 'দোস্তজী' র টিজার/ট্রেইলার চলছে নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিশাল দানবীয় সব বিলবোর্ডে। যেখানে হলিউডের সব তাবড়-তাবড় ছবির টিজার/ট্রেইলার চলে সেখানে বাংলা ভাষার এক ছবি!! বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে 'দোস্তজী' চললো টাইম স্কোয়ারের বিলবোর্ডে। নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে বাংলা ছবির এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমি নিজেও।'

আরও পড়ুন-'আমাকে ও সাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত', দাবি হিরো আলমের

আরও পড়ুন-কে বলবে বয়স ৭৪! গঙ্গার বেশে ব্যালে নৃত্যে মুগ্ধ করলেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন দুই বাংলার তারকারা। অভিনেতা জীতু কমল লিখেছেন, ‘গর্ব ভাগ করলে,আরো গর্বিত হওয়া যা’। ভালোবাসা জানিয়েছেন সৌম্য ঋত। ভালোবাসা জানিয়েছেন, বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি থেকে আজমেরী হক বাঁধন।

প্রসঙ্গত, ২০২১-এর নভেম্বরে মুক্তি পেয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি 'দোস্তজী'। গত ১৭ মার্চ আমেরিকা ও কানাডাতেও ছবিটি মুক্তি পেয়েছে। ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্ম এলসি পেয়েছে মার্কিন মুলুকে 'দোস্তজী' দেখানোর সত্ত্ব। আমেরিকার মোট ২৬টি প্রদেশের ৭৫টি শহরে মুক্তি পেয়েছে ছবিটি। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ১০টি শহরে এবং সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি, শারজা, দুবাই, আজমনে মুক্তি পাচ্ছে 'দোস্তজী'। আপাতত ছবির জন্য মার্কিন মুলুকেই রয়েছেন প্রসূন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন