বাংলা নিউজ > বায়োস্কোপ > Drashti Dhami: দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবন, অবশেষে মা হচ্ছে টেলিপর্দার 'মধুবালা', দৃষ্টি বললেন, ‘আমি অন্তঃসত্ত্বা…’

Drashti Dhami: দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবন, অবশেষে মা হচ্ছে টেলিপর্দার 'মধুবালা', দৃষ্টি বললেন, ‘আমি অন্তঃসত্ত্বা…’

দৃষ্টি ও নীরজ

নীরজ খেমকারের স্ত্রী ,অভিনেত্রী দৃষ্টি ধামি জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরে তাঁর ডেলিভারি হওয়ার কথা।

দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবন। অবশেষে দৃষ্টি ও নীরজের সংসারে এল খুশির খবর। বাবা-মা হতে চলেছেন দৃষ্টি ও নীরজ। প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন তাঁরা। এখবর নিজেই সোশ্যল মিডিয়ায় পোস্ট করেছেন দৃষ্টি। তাঁদের কথায়, একটা ছোট্ট সৈনিক শীঘ্রই আমাদের জীবনে যোগ দেবে। সুখবর শুনিয়ে দৃষ্টি বলেছেন, এখন শারীরিক ভাবে সুস্থ থাকার চেয়েও বেশি জরুরি মানসিকভাবে ফিট থাকা'।

আসছে নতুন অতিথি…

মা হতে চলার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আকারে পোস্ট করেছেন দৃষ্টি ধামি। যেখানে দৃষ্টি-নীরজকে একটা পোস্টার ধরে থাকতে দেখা যাচ্ছে। যেখানে লেখা, এটা ‘গোলাপীও হতে পারে, আবার নীলও হতে পারে। আমরা শুধু এটুকু জানি যে, আমরা বিশেষকিছু পেতে চলেছি ! সে আসছে অক্টোবর ২০২৪-এ’।. এক হাতে পানীয়ের গ্লাস ধরে পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করেছেন দৃষ্টি ও নীরজ। তারপর আরও দুজন মেয়েকে তাঁদের হাত থেকে শ্যাম্পেনের গ্লাস কেড়ে নিয়ে দুধের বোতল ধরিয়ে দিয়ে দেখা যায়। দৃষ্টি ও নীরজ, বিষয়টি পুরো পরিবারের সঙ্গে শেয়ার করেছেন।

ভিডিওটি শেয়ার করে এই দম্পতি লিখেছেন, খুব বেশি দূরে নয় এমন একটe গ্যালাক্সিতে, একটe ক্ষুদ্র বিদ্রোহী আমাদের পাগল উপজাতির সঙ্গে যোগ দেবে। দয়া করে আমাদের পথে ভালবাসা, আশীর্বাদ, নগদ এবং ফ্রেঞ্চ ফ্রাই পাঠিয়ে দিন। #BabyKOnBoard আমরা অক্টোবর ২-২৪ এর জন্য অপেক্ষা করে রয়েছি!'

দৃষ্টি ও নীরজের এই সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁদের অনেক বন্ধু এবং অনুরাগীরা ভালবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী হিনা খান মন্তব্য করেছেন, ‘তোমাদের দুজনকেই অনেক অভিনন্দন’। নতুন মা রুবিনা দিলাইক বলেছেন, ‘সুপার ডুপার। সমস্ত নতুন মায়ের জিনিসগুলি যে কোনও সময় প্রয়োজন হতে পারে।’ মৌনি রায় লিখেছেন, ‘হ্যাঁ। আপনাদের দুজনকেই অনেক অভিনন্দন। দেখা করার জন্য আর অপেক্ষা সইছে না, হাহাহা আমার খোকামনি এবং তার বাবা... শিশুর জন্য! ওয়াহ!’

অভিনেতা বিক্রান্ত মাসে লিখেছেন, 'তোমাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন। এছাড়া অভিনেতা করণ টেকার, অনিতা হাসানন্দানি, করণ ভি গ্রোভার, পূজা গোর, স্মৃতি ঝা, দিশা পারমার, করণ ওয়াহি, সুরভি জ্যোতি, অঙ্কিতা লোখান্ডে, সুরভি চন্দনার মতো তারকারাও পোস্টটিতে লাইক করেছেন।

নীরজ ও দৃষ্টি

নীরজ ও দৃষ্টি ২০১৫ সালে বিয়ে করেছিলেন। তাঁরে সেবার একসঙ্গে নাচের রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন। দৃষ্টি ২০০৭ সালে হিন্দি ধারাবাহিক ‘দিল মিল গায়ে’ দিয়ে টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু করেন। ২০১০ সালে গুরমিত চৌধুরীর বিপরীতে ‘গীত - হুই সবসে পারাই’ দৃষ্টি। তিনি ‘মধুবালা - এক ইশক এক জুনুন’ ধারাবাহিকের অভিনয়ের হাত ধরে খ্যাতির শিখরে ওঠেন। সেখানে তিনি ভিভিয়ান ডিসেনা বিপরীতে অভিনয় করেছিলেন। সম্প্রতি ওয়েব সিরিজ 'দ্য এম্পায়ার' ও 'দুরাঙ্গা'-তে দেখা গিয়েছে দৃষ্টিকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা গুলিবিদ্ধ এনসিপি নেতা বাবা সিদ্দিকি, পরপর তিনটি বুলেট দ্রুততম ১০০ থেকে সর্বাধিক ছক্কা, হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবে ৭টি রেকর্ড ভারতের হলে কমছে দর্শক সংখ্যা, তবুও বাড়ছে হিটের সংখ্যা! কীভাবে? কটাক্ষকে বুড়ো আঙুল! স্বামীর সঙ্গে সিঁদুরে রাঙা নুসরত, দশমীর উদযাপনে যশরত গুগল সবথেকে ভালো, মানেন প্রতিযোগীরাও, কোর্টের রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন পিচাই ‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.