প্রথমবার জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা এবং অনন্য়া পাণ্ডে। আসছে ‘ড্রিম গার্ল ২’। ভালোবাসা দিবসের প্রাক্কালে প্রকাশ্যে এনেছেন ছবির টিজার। মুখ না দেখিয়ে নতুন ড্রিম গার্লের শুধু কণ্ঠস্বর শোনা গিয়েছে। মহিলা কণ্ঠস্বর করে কথা বলছেন আয়ুষ্মান। সেজেছেনও মেয়ের মতোই। শোনা গেল পর্দার পূজার সঙ্গে পর্দার পাঠানের কথোপকথন।
চলতি বছরের ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ড্রিম গার্ল ২’। সোমবার গভীর রাতে টিজারটি শেয়ার করে অনন্যা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চুক্তি করার পর আমি ভেবেছিলাম সিনেমায় একটাই নায়িকা, তাহলে এই পূজাকে কেন ফোন করছে সাবই’। আরও পড়ুন: ‘ভেবেছি সলমন স্যার মজা করছে’, বিগ বস জেতার কথা বিশ্বাসই হয়নি এমসি স্ট্যানের
টিজারের শুরুতে এক মহিলাকে ব্যাকলেস ব্লাউজ, ঝলমলে লেহেঙ্গায় দেখা মিলেছে। বিছানায় বসে ক্যামেরার দিকে পিঠ করে সে। 'পাঠান' থেকে ফোন আসে তাঁর কাছে। মুখ না দেখালেও যাঁরা 'ড্রিম গার্ল' দেখেছেন, তাঁদের বুঝতে অসুবিধা হবে না যে ভিডিওয় স্বয়ং আয়ুষ্মানই রয়েছেন। তবে আগের ছবির মতো শুধু কণ্ঠস্বর নয়, এবার তাঁকে মহিলা বেশেও দেখা যাবে।
প্রতিবারের মতো এ বারও পর্দায় ভিন্ন লুকে ধরা দেবেন আয়ুষ্মান। টিজারে পূজা ফোন তুলতেই ‘পাঠান’-এর তরফে এসেছে ভ্যালেন্টাইন্স ডে-এর শুভেচ্ছা। মেকআপ করতে করতে পাঠানের সঙ্গে ফোনে কথোপকথন চালিয়ে যাচ্ছে সে। ফোনের ওপার থেকে ভেসে আসছে, ‘আমার জওয়ান মুক্তি পাচ্ছে’। এরপরই সে-ও ফাঁস করে, ৭ জুলাই সে-ও আসছে।
আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে ছাড়াও ছবিতে অভিনয় করবেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কাপুর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম ভাগ, 'ড্রিম গার্ল'। চার বছর পর মুক্তি পাচ্ছে দ্বিতীয় পার্ট। ছবির প্রথম ভাগে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে। ছবিতে, আয়ুষ্মান একজন হটলাইন কলার চরিত্রে অভিনয় করেছেন যিনি তার ভয়েসকে একটি মেয়ের কণ্ঠে পরিবর্তন করতে পারতেন।
ড্রিম গার্ল ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ সম্পর্কে কথা বলতে গিয়ে আয়ুষ্মান এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন, ‘আমি ড্রিম গার্ল ২ সম্পর্কে খুব উচ্ছ্বসিত! বালাজি মোশন পিকচার্সের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। একতাকে ধন্যবাদ জানাই যে তিনি এই ফ্র্যাঞ্চাইজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এটিকে আরও বড় করেছেন। অনন্যা পাণ্ডে আমার সঙ্গে জুটি বেঁধেছেন এবং আমি আমাদের রসায়ন সম্পর্কে দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়’।