চল্লিশের দোরগোড়ায় এসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা। ৩৭ বছর বয়সী শক্রঘ্ন কন্যা আগামী ২৩শে জুন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দেবেন। অথচ সোনাক্ষীর বিয়ে নিয়ে কিছুই জানেন না শক্রঘ্ন সিনহা! দিল্লিতে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ বলেছেন মিডিয়া মারফতেই জানতে পেরেছেন এই মাসেই নাকি তাঁর মেয়ের বিয়ে। একই সুর সোনাক্ষীর দাদা, লভ সিনহার মুখেও। আরও পড়ুন-পাত্র মুসলিম, রয়েছে সলমন-যোগ! TMC সাংসদ শত্রুঘ্নর হবু জামাই সোনাক্ষীর চেয়ে বয়সে কত ছোট?
অনেকের ধারণা সোনাক্ষীর সঙ্গে জাহিরের বিয়েতে মত নেই পরিবারের। জেদ ধরেই নাকি বিহারিবাবুর কন্যে মুসলিম পাত্রকে বিয়ে করছেন। পরিবারের তরফে বিয়ে নিয়ে যতই নীরবতা বজায় রাখা হোক না কেন, সোনাক্ষীর বিয়ে নিয়ে এবার সামনে এল হাতে গরম আপটেড। কেমন হবে বিয়ের থিম? আমন্ত্রণপত্র মারফত বন্ধু ও পরিচিতদের জানিয়ে দিয়েছেন জুটি।
২৩ তারিখ মুম্বইয়ের বাস্টিনে বসছে বিয়ের গ্র্যান্ড আসর ও রিসেপসন। ওইদিন দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান, রাতে জমকালো রিসেপশন। হিন্দু না মুসলিম কোন রীতিতে বিয়েটা করবেন দুজনে? নাকি দুজনের ধর্মানুসারেই হবে সব আচার-অনুষ্ঠান? তা এখনও স্পষ্ট নয়। তবে বিয়ের থিম হতে চলেছে 'ফেস্টিভ অ্যান্ড ফর্ম্যালস'।
২৩শে জুন কেমন সাজবেন সোনাক্ষী নিজে। এক পুরোনো সাক্ষাৎকারে দাবাং গার্ল স্পষ্ট বলেছিলেন বিয়ের দিন লাল লেহেঙ্গাতেই সাজবেন তিনি, ওটা মাস্ট। আসানসোলের তারকা সাংসদ মেয়ের বিয়ে প্রসঙ্গে বলেন, ‘কাছের মানুষজনেরা জিগ্গেস করছ কেন মিডিয়া এই বিয়ের ব্যাপারে জানে, আর আমি জানি না। এইটুুকুই বলব, আজকালকার বাচ্চারা বাপ-মা’র অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করা, শুধু জানিয়ে দেয়। আমরাও অপেক্ষা করছি, ওদের সিদ্ধান্তটা জানবার'।
মেয়ের সিদ্ধান্তে পূর্ণ আস্থা রয়েছে এমনটা বলে তিনি জানান, মেয়ে কোনওদিন কোনও অসাংবিধানিক কিংবা বেআইনি সিদ্ধান্ত নেবে না। প্রাপ্তবয়স্ক হিসাবে সোনাক্ষীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। মেয়ের বিয়ের খবর সত্যি হলে প্রথম সারিতে দাঁড়িয়ে নাচবেন বলেও জানান শত্রুঘ্ন সিনহা।
‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ ,করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। একসঙ্গে ‘ডবল এক্সএল’ ছবিতে কাজ করেছেন জাহির-সোনাক্ষী। দু'জনেই সলমন খানের হাত ধরে শুরু করেছেন নিজেদের কেরিয়ার, যদিও রয়েছে ৯ বছরের ব্যাবধান।
২০১০ সালে 'দাবাং' ছবির নায়িকা হিসাবে আত্মপ্রকাশ শক্রঘ্ন কন্যার, অন্যদিকে ২০১৯ সালে ‘নোটবুক’ ছবির সঙ্গে অভিষেক হয় জাহিরের। শোনা যায়, সলমন খানের এক পার্টিতেই নাকি দুজনের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। সলমন কোলেপিঠে করে মানুষ করেছেন জাহিরকে। নায়কের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রস্তানির ছেলে জাহির।