২০২২ জুড়ে বলিউডের বাজার খারাপ। হাতো গোনা কিছু ছবি ভালো ফল করেছে বক্স অফিসে। তবে বছরের শেষে একটু আলাদা ছাপ ফেলল অজয় দেবগন আর টাবুর ‘দৃশ্যম ২’। শুক্র-শনিবারের তুলনায় রবিবার আরও বেশি ব্যবসা করল এই ছবি। ঘরে তুলল ২৭ কোটি। আর ফলে তিন দিনে ছবির আয় ৬৪ কোটির বেশি।
শুক্রবার অর্থাৎ মুক্তির দিন ছবি ব্যবসা করেছিল ১৫.৩৮ কোটির। আর শুক্রবার ঘরে তোলেন ২১.৫৯ কোটি। আর রবিবার ২৭ কোটি। আর এই ট্রেন্ড বলছে সপ্তাহের শেষেই হয়তো পৌঁছে যাবে ১০০ কোটির ঘরে। যা নিসন্দেহে একটা বড় সাফল্য, বিশেষ করে এই করোনা-পরবর্তী বাজারে।
প্রসঙ্গত, বক্স অফিসের রিপোর্ট অনুসারে কিন্তু সেকেন্ড হায়েস্ট ওপেনিং পেয়েছে এই সিনেমা, অক্ষয়ের ‘রাম সেতু’, কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’-কে পিছনে ফেলে। এর আগে রয়েছে রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র পার্ট ১।
দৃশ্যম ২ ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। যদিও দৃশ্যম ছবিটির প্রথম ভাগ পরিচালনা করে ছিলেন নিশিকান্ত কামাত। এই ছবিতে রয়েছেন অজয়, টাবু, শ্রিয়া শ্যারন, ইশিতা দত্ত, অক্ষয় খান্না, রজত কাপুর। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম। ছবির বাজেট ছিল ৩৮ কোটির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি। যা ছিল এই একই নামের একচি দক্ষিণী ছবির সিকোয়েল। তবে পরের পার্ট ফ্রেশ, বলিউডেই প্রথম বানানো হল। ৭ বছর আগে ঠিক যেখানে শেষ হয়েছিল ঘটনা, এবারও সেখান থেকেই শুরু হল।
আর জে নীল দৃশ্যম ২-র রিভিউ-তে জানিয়েছেন, ‘দৃশ্যম ছবির প্রথম ভাগের সঙ্গে তুল্যমূল্য আলোচনা করলে করলে তার তুলনায় দৃশ্যম ২ একটু কমজোর। তবে সিক্যুয়েল হিসেবে নিঃসন্দেহে ছবিটি বেশ ভালো। একবার হলে হয়ে এই ছবি দেখাই যায়। অন্তত বিজয় এবং তাঁর পরিবারের কী হল, সব থেকে বড় কথা তাঁর বানানো নিখুঁত প্ল্যানের ফল কী হল সেটার জন্য এই ছবি দেখাই যায়।’