বাংলা নিউজ > বায়োস্কোপ > Drishyam 2 Review: দৃশ্যম ছবিকে কি ছাপিয়ে গেল দৃশ্যম ২? কেমন হল ছবি? পড়ুন রিভিউ

Drishyam 2 Review: দৃশ্যম ছবিকে কি ছাপিয়ে গেল দৃশ্যম ২? কেমন হল ছবি? পড়ুন রিভিউ

দৃশ্যম ২-র রিভিউ

Drishyam 2 Review: গত শুক্রবার মুক্তি পেল দৃশ্যম ২। কেমন হল এই ছবি? গল্প থেকে অভিনয় কতটা দাগ কাটল মনে? দেখুন।

গত শুক্রবার ১৮ নভেম্বর, মুক্তি পেয়েছে দৃশ্যম ২। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি দৃশ্যমের সিক্যুয়েল হচ্ছে এই ছবি। দীর্ঘ ৭ বছর পর ফের স্যাম হত্যা রহস্যের কেস খোলা হল। বিজয় সালগাওকরের বানানো পারফেক্ট মার্ডার প্ল্যান কী ধরা পড়ল? নাকি প্ল্যানটা সত্যি পারফেক্ট ছিল? কেমন লাগল এই ছবি? কি জানালেন আরজে নীল? দেখুন।

দৃশ্যম ২ ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। যদিও দৃশ্যম ছবিটির প্রথম ভাগ পরিচালনা করে ছিলেন নিশিকান্ত কামাত। তিনি ২০২০ সালে প্রয়াত হয়েছেন। এই ছবিতে আরও একবার স্যাম হত্যা রহস্যের জন্য যাঁদের মূল সন্দেহ করা হচ্ছে, সেই বিজয় সালগাওকর এবং তাঁর পরিবারকে জেরা হয়। মিস্টার এবং মিসেস দেশমুখ মরিয়া চেষ্টা চালান যদি তাঁদের থেকে সত্যটা জানা যায়। তবে এবার আর মিস্টার এবং মিসেস দেশমুখ একা নন। তাঁদের সঙ্গে আছেন আইজি তরুণ আহ্লাওয়াট। এবার এই ত্রয়ী কী বিজয় সালগাওকরকে ধরতে পারবেন, জানতে পারবেন সত্যিটা? সেটা নিয়েই এই ছবি।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, প্রমুখকে। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রজত কাপুর, ম্রূণাল যাদব, সৌরভ শুক্লা। অক্ষয় খান্নার অভিনয় সেভাবে দাগ কাটতে পারল না। খানিকটা যান্ত্রিক অভিনয় করতেই দেখা গেল তাঁকে এই ছবিতে। তবে এই ছবির নতুন সংযোজন হিসেবে থাকা সৌরভ শুক্লার অভিনয় বেশ ভালো, বরাবরের মতোই দক্ষতার সঙ্গেই তাঁর চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন।

দৃশ্যম যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই দৃশ্যম ২ ছবির গল্প শুরু হতে দেখা যায়। তবে দৃশ্যম ছবিতে যে বুদ্ধিমত্তা এবং স্মার্টভাবের সঙ্গে গল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটা কোথাও গিয়ে দৃশ্যম ২তে পাওয়া গেল না। তবে তার মানে এটা নয়, এই ছবির গল্প ভালো নয়। কিন্তু দৃশ্যম ছবির প্রথম ভাগের সঙ্গে তুল্যমূল্য আলোচনা করলে করলে তার তুলনায় দৃশ্যম ২ একটু কমজোর। তবে সিক্যুয়েল হিসেবে নিঃসন্দেহে ছবিটি বেশ ভালো। একবার হলে হয়ে এই ছবি দেখাই যায়। অন্তত বিজয় এবং তাঁর পরিবারের কী হল, সব থেকে বড় কথা তাঁর বানানো নিখুঁত প্ল্যানের ফল কী হল সেটার জন্য এই ছবি দেখাই যায়।

দৃশ্যম ২ আপনাকে দেখাবে ক্লাস ৪ পাস বিজয়কে কি আদৌ দুঁদে গোয়েন্দারা ধরতে পারেন নাকি নয়? তাই সেই রহস্যের উত্তর জানতে একবার এই ছবি হলে গিয়ে দেখে আসতেই পারেন। হতাশ হবে না। শুধু দৃশ্যম এর সঙ্গে দৃশ্যম ২ এর তুলনা করলে কোথাও এই ছবি একটু পিছিয়ে থাকবে।

ছবি: দৃশ্যম ২

পরিচালক: অভিষেক পাঠক

অভিনয়ে: অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না, শ্রিয়া শরণ, প্রমুখ।

রেটিং: ৩/৫

বন্ধ করুন