শিল্পের কোনও সঠিক স্থান হয় না। একজন সঠিক শিল্পী যে কোনও স্থানে নিজের শিল্প সত্তাকে তুলে ধরতে পারেন। সম্প্রতি ঠিক তেমনি একটি নিদর্শন দেখতে পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। বিখ্যাত ড্রামার শিবমণি বিদ্যার্থী বাটি হাতেই করে দেখালেন ম্যাজিক।
বেঙ্গালুরুর একটি আইকনিক দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ হলো বিদ্যার্থী ভবন। অসাধারণ স্বাদের ধোসার জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ। বহু সেলিব্রিটি এই রেস্তোঁরায় আসেন ধোসা খেতে। এহেন বিখ্যাত এই রেস্তোরাঁয় এবার দেখতে পাওয়া গেল বিখ্যাত ড্রামার শিবমণি বিদ্যার্থীকে।
আরও পড়ুন: বর্ষশেষে বিনোদনের ধামাকা! ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন সিনেমা
আরও পড়ুন: ‘বৌদি’ ইপ্সিতাকে ডিভোর্স! সুন্দরীকে বাহুডোরে আগলে রোম্যান্সে মজে অর্ণব, চিনুন পাত্রীকে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিবমণি দুটি বাটির সাহায্যে অনবদ্য একটি সুর তৈরি করেছেন। কী অসম্ভব সুন্দরভাবে তিনি ওই দুটি বাটির সাহায্যে একটি মিউজিক তৈরি করলেন, শুধু তাই নয়, সর্বশেষে গরম তাওয়ায় জল ছিটিয়েও তৈরি করলেন সুরের তরঙ্গ।
ভিডিয়োটি বিদ্যার্থী ভবনের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ব্রেকফাস্টের জন্য আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন শিবমণি বিদ্যার্থী। ওঁর নম্র ব্যবহার আমাদের রান্নাঘরের প্রত্যেক সদস্যকে মুগ্ধ করেছে।’
আরও পড়ুন: ‘কখনও কোনও একটা কারণে সম্পর্ক ভাঙে না…’! অনুপমকে ডিভোর্স, ‘২ বাচ্চার মা’ ট্রোল, মুখ খুললেন পিয়া
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘খাদ্য ও সংগীতের ফিউশন, এক কথায় অনবদ্য!’ অন্য একজন লিখেছেন, ‘ভালো.. কিন্তু যারা ধোসা তৈরি করছেন তাঁরা কিন্তু একেবারেই বিচলিত হননি, ঠিক মন দিয়ে কাজ করে চলেছেন।’ অন্য একজন লিখেছেন, ‘সময়মতো খাওয়ানো না হলে আমার পেট ঠিক এই ভাবেই প্রতিক্রিয়া দেখায়।’