বাংলা নিউজ > বায়োস্কোপ > Kashmera-Krushna: ‘এইসব নোংরামি বেডরুমে করুন’, মাঝ রাস্তায় ক্রুষ্ণাকে গাঢ় চুমু, কটাক্ষ করিশ্মাকে

Kashmera-Krushna: ‘এইসব নোংরামি বেডরুমে করুন’, মাঝ রাস্তায় ক্রুষ্ণাকে গাঢ় চুমু, কটাক্ষ করিশ্মাকে

জমিয়ে ট্রোলের শিকার স্বামী-স্ত্রী

Kashmera-Krushna: ‘মত্ত অবস্থায়’ মাঝ রাস্তায় বরের ঠোঁটে ঠোঁট লাগালেন করিশ্মা, অভিনেত্রীর কীর্তি হয়রান করবে!

সপ্তাহান্তে পার্টি মুডে টিনসেল টাউনের তারকারা। আর যেখানে তারকাদের ভিড়, সেখানেই ছবি শিকারিদের জমায়েত। এমনই এক পার্টিতে ঢোকবার মুখে আলোকচিত্রীদের ক্যামেরার জন্য হেলেদুলে পোজ দিতে দেখা গেল অভিনেত্রী কাশ্মীরাকে। কালো রঙা শর্ট স্কার্ট আর সাদা-কালো টপে হট অবতারে ধরা দিলেন ক্রুষ্ণা অভিষেক ঘরণী। ক্যামেরার সামনে যখন মাঝরাস্তাতেই পোজ দিতে ব্যস্ত করিশ্মা, তখনই ক্রুষ্ণা অভিষেককে দেখা গেল পার্টির ভেনুতে বউয়ের হাত ধরে টেনে ঢোকানোর চেষ্টা করতে। কিন্তু হিতে বিপরীত!

ক্রুষ্ণার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বরকেই বাইরে বার করলেন কাশ্মীরা। এখানেই থামলেন না সলমন খানের ‘কহি প্যায়ার না হো যায়ে’ কো-স্টার। বরং স্বামীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে গভীর চুম্বনে ডুব দেন তিনি। বউয়ের আগল থেকে নিজেকে ছাড়াতে ব্যর্থ হন ক্রুষ্ণা, খানিক অপ্রস্তুত ভঙ্গিতেই মৃদু হাসিমুখে পোজ দিতে বাধ্য হন তিনিও।

এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। কাশ্মীরার কীর্তি নিয়ে ছিছিকার করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই অভিনেত্রীকে ‘মদ্যপ’ বলে কটাক্ষ করেন। কেউ কেউ বলেন, ‘এমন মাখামাখি করতে হলে বেডরুমে গিয়ে করুন, রাস্তায় কেন?’

ভিডিয়োর পরবর্তী ধাপে দেখা যায়, বিগ বস ১৬-র ফাইনালিস্ট প্রিয়াঙ্কা চৌধুরী দুজনের মাঝখানে এসে পড়েন। তখন প্রিয়াঙ্কার গালে চুুমু খান কাশ্মীরা। প্রিয়াঙ্কার আচরণ দেখে কেউ কেউ লিখেছেন, ‘এই মেয়েটার মাঝখানে পা গলানোর স্বভাব আর গেল না’। তবে অনেকেই বলছেন ‘একটু বেশিই মদ্যপান করে ফেলেছে কাশ্মীরা, ভাগ্যিস প্রিয়াঙ্কা এসে পরিস্থিতি সামলে নিল’।

বলিউডের পরিচিত মুখ কাশ্মীরা শাহ। ১৯৯৬ সালে ‘ইয়েস বস’-এর সঙ্গে অভিনয় জগতে আসেন। এরপর প্যায়ার তো হোনা হি থা, কহি প্যায়ার না হো যায়ে, হেরাফেরি-র মতো ছবিতে অভিনয় করেছেন কাশ্মীরা। বিগ বস সিজন-১-এর প্রতিযোগী ছিলেন কাশ্মীরা।

নিজের বোল্ড লুকের জন্য হামেশাই প্রশংসিত হন কাশ্মীরা। ৫০ বছর বয়সেও টোনড বডি ধরে রেখেছেন কাশ্মীরা, তাতে হতবাক সকলেই। অউর পাপ্পু পাস হো গ্যায়া ছবির শ্যুটিংয়ে প্রথম পরিচয় ক্রুষ্ণা ও কাশ্মরীরার।সালটা ২০০৭। সেই সময় সদ্য ডিভোর্স হয়েছে নায়িকার। এরপরই ক্রুষ্ণার সঙ্গে প্রেমের বাঁধনে বাঁধা পড়েন কাশ্মীরা। ২০১২ সালে বিয়ের পর্ব সারেন ক্রুষ্ণা ও কাশ্মীরা। ১১ বছরের সুখী দাম্পত্য জীবন তাঁদের। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন তাঁরা। ক্রুষ্ণ-কাশ্মীরার দুই সন্তান রায়ান এবং কৃশান।

 

বন্ধ করুন