মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে অভিনেতা-স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। বেশ হাসিখুশি হয়ে পাপারাৎজিদের সামনে পোজ দিলেন এই দম্পতি। ৩৯তম জন্মদিনে ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন তাঁরা। ফিরলেন এদিনই। ক্যামেরার সামনে একসঙ্গে পোজও দেন দুয়ার মা-বাবা।
দীপিকা এবং রণবীর মুম্বই বিমানবন্দরে
দীপিকা এবং রণবীরকে একসঙ্গে বিমানবন্দরে পৌঁছতে দেখা যায়, একেবারে লাভ বার্ডসদের মতো হাত ধরাধরি করে। দীপিকা একটি ওভারসাইজড শার্ট এবং ব্যাগি ট্রাউজার্স বেছে নিয়েছিলেন। সঙ্গে একটি খোঁপা ও সানগ্লাস। রণবীরকে গাঢ় নীল রঙের শার্টে দেখা যায়। কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেন তাঁরা। পাপারাজ্জিদের শুভেচ্ছা জানানোর সময় দু'জনেই হাসছিলেন। পাপারাজ্জিদের মধ্যে একজন দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানালে অভিনে্রী জবাবে ধন্যবাদ জানায়। এমনকী, ভক্তদের গলা জড়িয়েও পোজ দিতে দেখা যায় রণবীর সিংকে।
আরও পড়ুন: ‘টুকে’ নীলাঞ্জনা বানানো, সিধুর মন্তব্য আপত্তি নচিকেতার! বললেন, ‘বরং রাজশ্রী…’
এক নজরে দেখে নিন বিমানবন্দরে তাদের ভিডিয়ো-
গত বছরের সেপ্টেম্বর মাসে কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের জন্মের পর প্রথম ক্রিসমাস ও নিউ ইয়ার পার করলেন দীপিকা-রণবীর। এর আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে ক্রিসমাস সেলিব্রেশনের এক ঝলক শেয়ার করেছিলেন সোশ্যালে। তিনি তাদের ক্রিসমাস ট্রির একটি ক্লোজআপ ছবি শেয়ার করে নেন। ফোকাস ছিল তিনটি ক্রিসমাস বল। যেখানে বাবা-মা এবং মেয়ের প্রথম নাম যথাক্রমে রণবীর, দীপিকা এবং দুয়া লেখা ছিল। পোস্টে রণবীরকে ট্যাগ করে 'কৃতজ্ঞতা' হ্যাশট্যাগ জুড়ে দেন দীপিকা। ক্যাপশনে তিনি লেখেন, '(ইভিল আই এবং রেড হার্ট ইমোজিস) মাই হার্ট ইজ ফুল (ইভিল আই অ্যান্ড রেড হার্ট ইমোজি)।
আরও পড়ুন: বউ ধনশ্রীর ‘পরকীয়া’র খবর তুঙ্গে, ডিভোর্স নিয়ে চর্চা, চাহাল ইনস্টায় লিখল, ‘নীরবতা হল…’
গত ডিসেম্বরে দীপিকা ও রণবীর পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁদের মেয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। সঙ্গে তাঁরা অনুরোধ করেন যে, দুয়া যেহেতু এখনও খুব ছোট, তাই যাতে কোনও ছবি না তোলা হয়। উপযুক্ত সময়ে তাঁর ছবি সকলের সঙ্গে শেয়ার করে নেবেন বলেই আলোকচিত্রীদের আশ্বস্ত করেন নতুন মা-বাবা।
আরও পড়ুন: এই উপায়ে ডিম-কলা মেখে ৬৭ বছরেও মখমলি চুল ডিম্পলের, সঙ্গে লাগান এই সিক্রেট হেয়ার অয়েল
কাজের ফ্রন্টে, রণবীর এবং দীপিকা দুজনকেই শেষবার রোহিত শেঠির দিওয়ালি রিলিজ সিংহাম এগেইন ছবিতে দেখা গিয়েছিল।