বাংলা নিউজ > বায়োস্কোপ > Kapil Sharma: দুবাইয়ে বিলাসবহুল রেস্তোরাঁয় ওয়েটারের হাতে জব্দ কপিল, লজ্জা ঢাকতে শেষে যা করলেন…

Kapil Sharma: দুবাইয়ে বিলাসবহুল রেস্তোরাঁয় ওয়েটারের হাতে জব্দ কপিল, লজ্জা ঢাকতে শেষে যা করলেন…

দুবাইয়ের রেস্তোরাঁয় যা হল কপিলের সঙ্গে। 

কপিল শর্মা ইনস্টাগ্রামে দুবাই ট্যুরের এক ঝলক শেয়ার করেছেন। যা আপাতত ভাইরাল হয়েছে সোশ্যালে। 

Kapil Sharma Pranked In Dubai: ইনস্টাগ্রামে দুবাই ট্রিপের ঝলক শেয়ার করলেন কপিল শর্মা। কালারফুল টি-শার্টে পেটপুজো করছেন কপিল। চোখে সানগ্লাস। দুবাইয়ের CZN Burak-এ খেতে গিয়েছিলেন কপিল। আর সেখানে ওয়েটারের হাতে ভালোই হেনস্থা হলেন। চমকেই গিয়েছিলেন কপিল। ভাইরাল সেই ভিডিয়ো। দেখে নিন।

দেখা যাচ্ছে সামনে একগুচ্ছ খাবার নিয়ে বসে আছেন কপিল শর্মা। পিছনে রেস্তোরাঁর অনেক স্টাফ। ওয়েটার খাবার আনতে গিয়ে এমন ভান করে যেন খাবার ছিটে পড়ছে কমেডিয়ানের জামায়। প্রথমে বেশ ঘাবড়ে গেলেও পরে মজা পেয়ে হেসে ফেলেন কপিল। দেখা যায় আশেপাশে দাঁড়ানো ওয়েটাররা হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে নিজের সহকর্মীদের এত ভালো করে প্র্যাঙ্কটা করার জন্য়। শেষে কপিলকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘থ্যাঙ্ক ইউ ভাই, থ্যাঙ্ক ইউ।’

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করে কপিল ক্যাপশনে লিখলেন, ‘উপস’। সঙ্গে হ্যাশট্যাগে #dubai #food #foody #cznburak #love। এই ভিডিয়ো দেখে বেশ মজাও পেয়েছে তাঁর অনুরাগীরা। একজন লিখলেন, ‘কপিল ভাইকেও কেউ এভাবে শায়েস্তা করতে পারে’! আরেকজন লিখলেন, ‘বেচারা কপিল সত্যি ভয় পেয়ে গিয়েছিল’।

মাঝে নিজের শো ‘দ্য কপিল শর্মা’ থেকে বেশ লম্বা বিরতি নিয়েছিলেন কপিল। শো করেন আমেরিকা আর কানাডায়। সঙ্গে নিজের নতুন ছবির শ্যুটও করেন। যেখানে ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করেছেন কপিল। নন্দিতা দাস পরিচালিত এই ছবিতে কপিলের সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সাহানা গোস্বামী। ইতিমধ্যেই ট্রেলার যথেষ্ট প্রশংসা পেয়েছে।

প্রসঙ্গত, দ্য কপিল শর্মা শো শুরু হয় ২০১৬ সালে। তিনটে সিজন মিলিয়ে ৩৮৭ এপিসোড সম্প্রচারিত হয়েছে।

 

বন্ধ করুন