২০০২ সাল। আসমুদ্রহিমাচল ভারত নেচে উঠেছিল 'কাঁটা লাগা' গানের রিমিক্সের সুরে। সঙ্গে গানের ভিডিয়োটি দেখেও। ভিডিয়োতে নবাগতা শেফালি জরিওয়ালার লুকস ও ডান্স স্টেপস হিল্লোল তুলেছিল বহু পুরুষের মনে। রাতারাতি শেফালির মহিলা ফ্যানের ভক্তের সংখ্যাও একলাফে বেড়ে গেছিল অনেকটাই। শেফালী এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে সলমন-অক্ষয়ের 'মুঝসে শাদি করোগে' ছবিতেও তাঁকে একটি বিশেষ দৃশ্যে হাজির করা হয়েছিল ওই 'কাঁটা লাগা' ভিডিয়োর অবতারেই! কিন্তু মাত্র এই একটিই রিমিক্স ভিডিয়ো। তারপরে বি-টাউন থেকে স্রেফ উবে গেছিলেন শেফালি। একটি গানে রীতিমতো ঝড় তুলে কেন বলিউড থেকে নিয়েছিলেন তিনি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি জরিওয়ালা। সঙ্গে শেয়ার করলেন এই থাকা তাঁর মনের কষ্ট ও যন্ত্রণাও। শেফালি জানিয়েছেন ১৫ বছর বয়স থেকে তিনি এপিলেপসি অর্থাৎ মৃগীরোগে ভুগতেন। প্রচন্ড পড়াশোনার চাপ থাকত। সেইসময় থেকেই সম্ভবত মানসিক চাপে ও দুশ্চিন্তায় খিঁচুনি দেখা গেছিল। ক্লাসরুমে থাকাকালীনও হঠাৎই খিঁচুনি উঠে যেত। এমনও হয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খিঁচুনি উঠে আমার নাজেহাল অবস্থা করেছে। স্কুল ফাংশনের ব্যাকস্টেজে কাজ করছি, সেখানেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাকে। এতে আমার আত্মসম্মান নষ্ট হয়েছে বার বার'।
এরপর বলিউড ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমি আরও কোনও কাজ কেন করলাম না। সেইসময় তাঁদের যুৎসই জবাব দিতে পারিনি। তবে এখন বলতে পারি, একমাত্র মৃগীরোগের কারণেই কাজ করতে পারিনি। আসলে, আমি তো বুঝতেই পারতাম না কখন পরবর্তী খিঁচুনি হবে। তবে গত ৯ বছর হয়েছে আমি সম্পূর্ণ সুস্থ। মানসিক অবসাদ ঝেড়ে ফেলে জীবনযাপন করছি। বেশ শান্তিতেই আছি। এখন আর আমার প্যানিক অ্যাটাক হয় না।