কার কাছে কই মনের কথা ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরে অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছিলেন মানালি মনীষা দে। অন্য ধরনের গল্পে, সমাজকে বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই ধারাবাহিকের সফর ফুরানোর পর অভিনেত্রীর অনুরাগীদের বেশ মন খারাপ হয়েছিল। কিন্তু সেই মেগা শেষ হওয়ার বছর ঘোরার আগেই ফের জি বাংলায় ফিরছেন তিনি। প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকের প্রোমো।
আরও পড়ুন: অ্যাকশন থ্রিলারে এবার তাপসীর সঙ্গে স্বস্তিকা! কোন ছবিতে দেখা মিলবে তাঁদের?
মানালি মনীষা দের নতুন ধারাবাহিক
জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘ মামা। এদিন সেই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এল। সেখানেই দেখা গেল কে প্রথম কাছে এসেছি ধারাবাহিক খ্যাত রাধিকা কর্মকার একটি বাড়িতে ঢুকে পড়েছে। সেখানে তৈরি হচ্ছে দুর্গামূর্তি। সে দেবী দুর্গাকে অনুরোধ করে যে সে যাদের হাত থেকে পালাচ্ছে যেন তাদের হাতে ধরা না পড়ে। কিন্তু আচমকাই সে খুদে খেয়াল করে যে দেবী দুর্গার চোখ আঁকা নেই। অতএব দেবী ওকে দেখতেই পাচ্ছে না। তখন নিজে দেবীর চোখ এঁকে দেয়। তখনই সেখানে এসে হাজির হয় মানালি।
দেবীর চোখ এঁকে দেওয়ায় ওকে দেবী পাল্টা বর দেয় যে সবার মনে কী চলছে দেখতে পারবে। এমন সময় গত পরিবার, আর যে অনাথ আশ্রম থেকে ও পালিয়েছিল সেখানকার এক মহিলা ওই জায়গায় এসে হাজির হয়। বাচ্চা মেয়েটি বলে দেয় কার মনে কী চলছে তখন। জানা যায় অনাথ আশ্রমের সেই মহিলা ওকে বিক্রি করে দিতে চাইছেন। আর মানালির মেয়ে হারিয়ে গেছে যে কিনা ওর মতো। এটা শুনেই মানালি ওকে আঁকড়ে ধরে। তবে কি এই খুদেই মানালির সন্তান? কী ঘটবে ধারাবাহিকে সেটা তো সময়ই বলবে।
তবে এই ধারাবাহিকে মানালি মনীষা দে, রাধিকা কর্মকার ছাড়াও থাকবেন রাহুল বসু, কন্যাকুমারী মুখোপাধ্যায়, প্রমুখ। দর্শকরা ভীষণ খুশি এই প্রোমো দেখে।
এদিন এই প্রোমো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয় 'ভাববে যে যা যক্ষুনি, মন পড়ব তক্ষুনি, সবার মনের কথা বলে দিতে আসছে দুগ্গামণি ও বাঘ মামা।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'মানালি মানেই ব্লকবাস্টার।' আরেকজন লেখেন, 'প্রোমোটা খুব মিষ্টি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বাহ দারুণ প্রোমো দেখলাম অনেক দিন পর।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মানালি এভাবে ফিরছে আমরা আগে থেকে এই আপডেট পাইনি।'