শীতের আমেজে কলকাতা তো বটেই বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে নানা রকমের মেলা, উৎসব, ইত্যাদি হচ্ছে। আর এদিন তেমনি একটি উৎসব পানিহাটি বইমেলায় অতিথি হিসেবে এসেছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিকের অন্যতম অভিনেত্রী নন্দিনী দত্ত। মঞ্চে উঠে গাইলেন দুই পৃথিবী ছবিটির হিট গান পেয়ারেলাল। আর সেটা শুনেই একপ্রকার হেসে গড়াগড়ি খাচ্ছে নেটপাড়া।
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
কী ঘটেছে?
এদিন পানিহাটি উৎসব ও বইমেলা পেজের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কালো জ্যাকেট, কালো প্যান্ট পরে মাইক হাতে গান গাইছেন দুই শালিক ধারাবাহিকের অভিনেত্রী। হাতে ধরা ফোন দেখে দেখেই গাইছেন। তবে তাঁর গান গাওয়ার ধরন এবং কায়দা দেখে হেসে কূলকিনারা পাচ্ছে না নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এর থেকে দিতিপ্রিয়ার গান ভাল ছিল মনে হচ্ছে। সুর নেই তাও বুঝলাম, কিন্তু একটু তালও থাকবে না! আর মিউজিশিয়ান দাদাদের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা ভেবে অস্থির লাগছে।' আরেকজন লেখেন, 'জানি কষ্ট ভাগ করে নিলে কমে, তাই বলে এই ভাবে পোস্ট করে দেবেন ভিডিয়োটা।' কেউ আবার লেখেন, 'খুব সুন্দর হল আবৃত্তিটা, অসাধারণ। শ্রেয়া ঘোষাল কেও হার মানিয়েছেন।'
চতুর্থ ব্যক্তি মশকরা করে লেখেন, 'জীবনে কতো পাপ করলে এদের গান শুনতে হয় কে জানে ভগবান।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'প্যারেলাল শুনে প্যারালাইসিস হবার জোগাড়।' ষষ্ঠ ব্যক্তি লেখেন, ‘গান ভালো কি মন্দ আমি সেই প্রসঙ্গে আসছি না। আমি শুধু ভাবছি বইমেলায় কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয় সেই জ্ঞানটুকু মানুষের নেই।’ সারেগামাপা খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী এদিন এই ভিডিয়োটি পোস্ট করে লেখেন, ‘আমরা কাগজ ছিঁড়লাম সারাজীবন!’
আরও পড়ুন: সেটে মারাত্মক 'কড়া' সৃজিত! 'তোপসে' কল্পন বললেন, 'শুরুর দিকে খুব বকা খেয়েছি, তারপর...'
প্রসঙ্গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুই যমজ বোনের গল্প দুই শালিক। বিকেল সাড়ে ৫ টা থেকে দেখা যায় এটি। মুখ্য ভূমিকায় আছেন তিতিক্ষা দাস, নন্দিনী দত্ত, অর্কপ্রভ, এবং সায়ন বসু।