'জানি কেটে যাবে এই কঠিন সময়', আচমকাই সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করলেন নন্দিনী দত্ত। দুই শালিক ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে তাঁকে। অল্প দিনেই জমে উঠেছে মেগা। কিন্তু একি! তার মধ্যেই উক্ত ধারাবাহিকের অন্যতম নায়িকার জীবনে নেমে এল বিপদ। সোশ্যাল মিডিয়ার কারণে হারালেন এক গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু কী সেটা?
কী ঘটেছে নন্দিনী দত্তর জীবনে?
এদিন নন্দিনী দত্ত ফেসবুকের পাতায় তাঁর একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটির সঙ্গে নন্দিনী ক্যাপশনে লিখে জানান যে তাঁর ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে।
সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়ে লেখেন, 'এটা একটা কঠিন সময়, কিন্তু জানি ঠিক কেটে যাবে। গতকাল আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যান আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেও এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাইনি। আর কীভাবে যেন সেই অ্যাকাউন্টটা ডিসএবল হয়ে গিয়েছে তাই আরও কিছু করা যাচ্ছে না। আশা করব আমি আমার অ্যাকাউন্টটি ফিরে পাব। নইলে আবার নতুন অ্যাকাউন্ট নিয়ে আসব।'
তিনি এদিন আরও জানান, 'এই গোটা প্রসেসটায় আমি অনেক কিছু নিয়ে ডিল করছি। প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন। আপনাদের কোনও সাজেশন থাকলে আমায় কমেন্টে জানান। আমি জানি এই কঠিন পরিস্থিতি আমি ঠিক কাটিয়ে উঠবই।'
কে কী বলছেন?
এদিন অনেকেই কমেন্ট করে তাঁকে মনোবল জুগিয়েছেন। কেউ কেউ উপায় বাৎলে দিয়েছেন অ্যাকাউন্ট ফিরে পাওয়ার। কেউ আবার তাঁকে উপদেশ দিয়েছে চিন্তা না করার।
আরও পড়ুন: ডুয়া লিপার মুম্বই কনসার্ট যেন চাঁদের হাট! রাধিকা থেকে ইশার বর আনন্দ, রণবীর, নেহা সহ কে কে এসেছিলেন?
দুই শালিক ধারাবাহিক প্রসঙ্গে
দুই শালিক ধারাবাহিকটি স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হয়। ২ জোড়া নায়ক নায়িকা আছে এই মেগায়। দুই যমজ বোনের গল্প দেখা যাচ্ছে এখান। মুখ্য ভূমিকায় আছেন নন্দিনী দত্ত, তিতিক্ষা দাস, অর্কপ্রভ এবং সায়ন বসুকে।