স্টার জলসার পর্দায় আসছে নতুন মেগা। তবে চলতি কোন মেগার উপর কোপ পড়তে চলেছে সেটা এখনই জানা যায়নি। তবে আসন্ন মেগা দুই শালিকে উঠে আসবে দুই যমজ বোনের গল্প। একজন বেজায় ডাকাবুকো। জুডো পারদর্শী। অন্যদিকে আরেকজন ভীতু, শান্ত। আর এই দুই যমজ বোনের চরিত্রে দেখা যাবে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে। এর আগে তিতিক্ষাকে ইচ্ছে পুতুল ধারাবাহিকে দেখা গিয়েছিল। অন্যদিকে রামকৃষ্ণ ধারাবাহিকে ছিলেন নন্দিনী। এই মেগায় তাঁদের দুই যমজ বোনের চরিত্রের নাম ঝিলিক এবং আঁখি। এদিন দুই শালিক ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসায় দেখা গেল নায়ক হিসেবে থাকছেন কারা।
আরও পড়ুন: লন্ডনের শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন...
কাদের দুই শালিকের নায়কের চরিত্রে দেখা যাবে?
দুই শালিক মেগায় ডানপিঠে ঝিলিকের প্রেমিক হিসেবে ধরা দেবেন অর্কপ্রভ। তোমাদের রাণী ধারাবাহিক শেষ হতেই না হতেই তিনি কয়েক মাসের মধ্যেই ফের ছোট পর্দায় ফিরছেন। বলাই বাহুল্য প্রথম ধারাবাহিকে তিনি তাঁর অ্যাংরি ইং ম্যান লুক দিয়ে নজর কেড়েছিলেন। এবার এখানে তাঁকে দেখা যাবে দেবার চরিত্রে।
অন্যদিকে আঁখি একটি বড়লোক বাড়িতে থাকে। সেখানে তাঁকে সকলে অত্যাচার করে। নিগ্রহ করে। সেই বাড়িতেই দেখা মিলল আরেক নায়কের। অর্থাৎ আঁখির নায়কের। আর এই চরিত্রে দেখা যাবে সায়ন বসুকে। তবে তাঁর চরিত্রের নাম জানা যায়নি। সায়নকে বর্তমানে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই মেগা শীঘ্রই শেষ হবে। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। তবে সম্প্রচার বন্ধর আগেই খবর এল তাঁর নতুন মেগার।
আরও পড়ুন: 'খুব চোখে লাগছে…' আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার?কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত
কে কী লিখেছেন?
অনেকেই তিতিক্ষা এবং নন্দিনীকে যমজ বোন বা একই মানুষ বলে গোলাতেন। এবার একই মেগায় তাঁদের ভ্রম কিছুটা কাটলেও এখনও এক আকাশ প্রশ্ন তাঁদের মনে। এক ব্যক্তি এদিন লেখেন, 'আমি তো এতদিন সত্যিই ভাবতাম, ওরা বুঝি যমজ বোন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এখানে দেখেও বিশ্বাস হচ্ছে না যে ওঁরা আলাদা। একদম একই রকম দেখতে। এতটুকু ফারাক নেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অন্যরকম প্রেম কাহিনী কেউ কারওটা টানাটানি না করলেই চলবে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আমি ভাবতাম নন্দিনী, তিতিক্ষা একই মানুষ। এখন একসঙ্গে দেখে ভুল ভাঙল। একই পেটের বোন না হয়েও এত মিল হয় কিভাবে?' পঞ্চম ব্যক্তির কথায়, 'গল্পটা কেমন হবে জানি না। তবে দুটো নায়ক দুটো নায়িকা দেখে ভালো লাগল। অন্তত একটা নায়িকা দুটো নায়কের পিছনে বা দুটো নায়িকা একটা নায়কের পিছনে ছুটবে না।'