বাংলা নিউজ > বায়োস্কোপ > Dui Shalik: একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা?

Dui Shalik: একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা?

দুই শালিকে তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা?

Dui Shalik: স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই ঝলক প্রকাশ্যে এসেছে এই মেগার। এবার প্রকাশ্যে এল প্রোমো। আর সেখানেই দেখা গেল তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত যে দুই যমজ বোনের চরিত্রে অভিনয় করছেন সেই দুই চরিত্রের নায়ক হয়ে ধরা দেবেন কারা।

স্টার জলসার পর্দায় আসছে নতুন মেগা। তবে চলতি কোন মেগার উপর কোপ পড়তে চলেছে সেটা এখনই জানা যায়নি। তবে আসন্ন মেগা দুই শালিকে উঠে আসবে দুই যমজ বোনের গল্প। একজন বেজায় ডাকাবুকো। জুডো পারদর্শী। অন্যদিকে আরেকজন ভীতু, শান্ত। আর এই দুই যমজ বোনের চরিত্রে দেখা যাবে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে। এর আগে তিতিক্ষাকে ইচ্ছে পুতুল ধারাবাহিকে দেখা গিয়েছিল। অন্যদিকে রামকৃষ্ণ ধারাবাহিকে ছিলেন নন্দিনী। এই মেগায় তাঁদের দুই যমজ বোনের চরিত্রের নাম ঝিলিক এবং আঁখি। এদিন দুই শালিক ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসায় দেখা গেল নায়ক হিসেবে থাকছেন কারা।

আরও পড়ুন: লন্ডনের শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন...

কাদের দুই শালিকের নায়কের চরিত্রে দেখা যাবে?

দুই শালিক মেগায় ডানপিঠে ঝিলিকের প্রেমিক হিসেবে ধরা দেবেন অর্কপ্রভ। তোমাদের রাণী ধারাবাহিক শেষ হতেই না হতেই তিনি কয়েক মাসের মধ্যেই ফের ছোট পর্দায় ফিরছেন। বলাই বাহুল্য প্রথম ধারাবাহিকে তিনি তাঁর অ্যাংরি ইং ম্যান লুক দিয়ে নজর কেড়েছিলেন। এবার এখানে তাঁকে দেখা যাবে দেবার চরিত্রে।

অন্যদিকে আঁখি একটি বড়লোক বাড়িতে থাকে। সেখানে তাঁকে সকলে অত্যাচার করে। নিগ্রহ করে। সেই বাড়িতেই দেখা মিলল আরেক নায়কের। অর্থাৎ আঁখির নায়কের। আর এই চরিত্রে দেখা যাবে সায়ন বসুকে। তবে তাঁর চরিত্রের নাম জানা যায়নি। সায়নকে বর্তমানে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই মেগা শীঘ্রই শেষ হবে। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। তবে সম্প্রচার বন্ধর আগেই খবর এল তাঁর নতুন মেগার।

আরও পড়ুন: 'খুব চোখে লাগছে…' আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার?কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত

আরও পড়ুন: যৌন নিগ্রহের ঘটনা নিয়ে তুলকালাম টলিউডে, এরই মধ্যে ইষ্টিকুটুমের 'বাহা' কোন স্মৃতি হাতড়ে বললেন, ' সেটে কেঁদে ফেলতাম...'

কে কী লিখেছেন?

অনেকেই তিতিক্ষা এবং নন্দিনীকে যমজ বোন বা একই মানুষ বলে গোলাতেন। এবার একই মেগায় তাঁদের ভ্রম কিছুটা কাটলেও এখনও এক আকাশ প্রশ্ন তাঁদের মনে। এক ব্যক্তি এদিন লেখেন, 'আমি তো এতদিন সত্যিই ভাবতাম, ওরা বুঝি যমজ বোন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এখানে দেখেও বিশ্বাস হচ্ছে না যে ওঁরা আলাদা। একদম একই রকম দেখতে। এতটুকু ফারাক নেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অন্যরকম প্রেম কাহিনী কেউ কারওটা টানাটানি না করলেই চলবে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আমি ভাবতাম নন্দিনী, তিতিক্ষা একই মানুষ। এখন একসঙ্গে দেখে ভুল ভাঙল। একই পেটের বোন না হয়েও এত মিল হয় কিভাবে?' পঞ্চম ব্যক্তির কথায়, 'গল্পটা কেমন হবে জানি না। তবে দুটো নায়ক দুটো নায়িকা দেখে ভালো লাগল। অন্তত একটা নায়িকা দুটো নায়কের পিছনে বা দুটো নায়িকা একটা নায়কের পিছনে ছুটবে না।'

বায়োস্কোপ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.