অবশেষে স্লট পেল দুই শালিক। বহুদিন পর ফের স্টার জলসার বিকেলের স্লটে কোনও ধারাবাহিক আসতে চলেছে। ভক্তির সাগর মেগা শেষ হওয়ার পর এতদিন সেখানে জল নূপুর বা ইষ্টি কুটুম ধারাবাহিকটি চলতো। এবার সোমবার থেকে তাতে বদল আসছে।
আরও পড়ুন: উৎসবে ফিরুন বললেল 'ইকলাখ' দেব, সঙ্গে প্রতিবাদীদের জন্যেও দিলেন বিশেষ বার্তা
কবে থেকে কখন দেখা যাবে দুই শালিক?
দুই শালিক আসায় কোনও ধারাবাহিকের কপাল পুড়ল না। রাঙামতি তীরন্দাজ আসায় শেষ হচ্ছে বধূয়া। তবে এক্ষেত্রে তেমন কিছুই হচ্ছে না। বিকেল সাড়ে ৫ টা থেকে দেখা যাবে দুই শালিক। আগামী সোমবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই দুই যমজ বোনের গল্প।
কী নিয়ে দুই শালিকের গল্প?
দুই শালিকে উঠে আসবে দুই যমজ বোনের গল্প। একজন বেজায় ডাকাবুকো। জুডো পারদর্শী। অন্যদিকে আরেকজন ভীতু, শান্ত। আর এই দুই যমজ বোনের চরিত্রে দেখা যাবে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্তকে। এর আগে তিতিক্ষাকে ইচ্ছে পুতুল ধারাবাহিকে দেখা গিয়েছিল। অন্যদিকে রামকৃষ্ণ ধারাবাহিকে ছিলেন নন্দিনী। এই মেগায় তাঁদের দুই যমজ বোনের চরিত্রের নাম ঝিলিক এবং আঁখি।
দুই শালিক মেগায় ডানপিঠে ঝিলিকের প্রেমিক হিসেবে ধরা দেবেন অর্কপ্রভ। তোমাদের রাণী ধারাবাহিক শেষ হতেই না হতেই তিনি কয়েক মাসের মধ্যেই ফের ছোট পর্দায় ফিরছেন। বলাই বাহুল্য প্রথম ধারাবাহিকে তিনি তাঁর অ্যাংরি ইং ম্যান লুক দিয়ে নজর কেড়েছিলেন। এবার এখানে তাঁকে দেখা যাবে দেবার চরিত্রে।
আরও পড়ুন: হঠাৎ বাংলায় গালাগালি করছেন বিদ্যা! নতুন ভুলভুলাইয়ার খোঁজে মঞ্জুলিকা, সামলাতে পারবেন কার্তিক?
আরও পড়ুন: 'অনেক ভুল করেছি, কাউকে দোষারোপের...' রিহ্যাব থেকে বেরিয়েই নিজেকে শুধরে নেওয়ার বার্তা নোবেলের
অন্যদিকে আঁখি একটি বড়লোক বাড়িতে থাকে। সেখানে তাঁকে সকলে অত্যাচার করে। নিগ্রহ করে। সেই বাড়িতেই দেখা মিলল আরেক নায়কের। অর্থাৎ আঁখির নায়কের। আর এই চরিত্রে দেখা যাবে সায়ন বসুকে। তবে তাঁর চরিত্রের নাম জানা যায়নি। সায়নকে বর্তমানে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই মেগা শীঘ্রই শেষ হবে। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। তবে সম্প্রচার বন্ধর আগেই খবর এল তাঁর নতুন মেগার।