জোরকদমে এগোচ্ছে 'মানবজমিন'-এর শ্যুটিংপর্ব। কেরিয়ারে প্রথম ছবি 'মানবজমিন'-এর শ্যুটিং নিপুণ হাতে সামলাচ্ছেন শ্রীজাত। কবি-গীতিকার-লেখকের পরিচালিত এই ছবিতে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে তাঁর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়-কে। চরিত্রের নাম 'মঞ্জরী'। ছবিতে দূর্বার চরিত্রটি এমনই এক একজনের, যাঁর সঙ্গে যোগ রয়েছে এনজিও-র। ইতিমধ্যেই প্রথম দিনের শ্যুটিং সেরে ফেললেন কবি-পত্নী। সাক্ষী রইল হিন্দুস্তান টাইমস বাংলা।
গোলপার্ক সংলগ্ন অঞ্চলে একটি বাড়িতেই ছবির শ্যুটিংয়ে যোগ দিলেন দূর্বা। ভোর থেকেই শুরু হয়েছে শ্যুটিং। শ্রীজাত ও ছবির সহ-পরিচালক রাজদীপ ঘোষের থেকে বুঝে নিচ্ছেন দৃশ্য, মনোযোগ দিয়ে খেয়াল করছেন সব।তাঁর সাজে ছিমছাম রঙের সুতির শাড়ি-থ্রি কোয়ার্টার প্রিন্টেড ব্লাউজ।একঢাল খোলা চুল। কপালে ছোট্ট টিপ। এরপর প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে শট-ও এক টেকেই ওকে। প্রথমবার ক্যামেরার সামনে এলেও এতটুকুও হোঁচট খেলেন না দূর্বা। একদম সাবলীল।
প্রসঙ্গত, দীর্ঘদিন একটি এনজিও-র কর্ণধার হিসেবে কাজ করে চলেছেন দূর্বা। এছাড়াও বর্তমানে পিএইচডি করছেন তিনি।তাঁর বিষয় বিজ্ঞান। এছাড়াও দূর্বার সঙ্গে নাটকের যোগ রয়েছে। এবং তা বহু পুরনো। মঞ্চে পারফর্মও করেছেন।তাঁর ছবিতে দূর্বার অভিনয়ের প্রসঙ্গে শ্রীজাত জানিয়েছেন, 'কোনওদিনই প্রথম থেকে এমন কোনও ভাবনা আসেনি যে আমার স্ত্রী বলেই নিজের ছবিতে তাঁকে অভিনয়ের সুযোগ করে দিতে হবে। ছবিতে যে চরিত্রটিতে দূর্বার অভিনয় করার কথা, সেই চরিত্রটিতে একেবারে উপযুক্ত সে। যেহেতু বাস্তবে দূর্বা নিজেও এনজিও-র সঙ্গে যুক্ত, মাঠে-ঘাটে ঘুরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওঁর, তাই মনে হয়েছে ছবিতে এই চরিত্রটিতে ওঁকে যথেষ্ট সাবলীল লাগবে।' কবি আরও জানিয়েছেন, গোলপার্কের চৌধুরী ভিলাতেই ভোর থেকে শুরু হয়েছে ছবির কাজ। তাঁর কথায়, ‘অল্প টেনশন রয়েছে, তবে এত দুর্দান্ত টিম পেয়েছি যে কাজ মসৃণ গতিতেই এগোচ্ছে।’
আর দূর্বা নিজে কী বলছেন? 'দেখুন, 'চেতনা'-য় নিয়মিত নাটক না করলেও সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সুপ্রিয় দত্তের মতো অভিনেতার সঙ্গেও অভিনয়ও করেছি। অভিনয়ের প্রতি আমার প্যাশন রয়েছে, তা তো মিথ্যে নয়। তাই এই সুযোগ পেয়ে ভালোলাগা তো কাজ করছেই।'
উল্লেখ্য, রানা সরকার প্রযোজিত শ্রীজাতর মানবজমিন'- কিন্তু আদতে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে কেন্দ্র করেই। ছবিতে মুখ্য দুই চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন পরাণ বন্দ্যোপাধ্যায়-ও। ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন মিশকা হালিম। আছেন আরজে জিনিয়া-ও।থাকবেন সৃজিত মুখোপাধ্যায়ও।