শুধু কলকাতা নয়, দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা মুম্বইবাসী বাঙালিও। পুজোর আনন্দে মেতেছেন তারকারাও। আর মুম্বইয়ে তারকাদের দুর্গাপুজোর সেলিব্রেশনের কথা এলে প্রথমেই আসে ‘মুখার্জি’ বাড়ির পুজোর কথা। এবছরও (২০২৩) ঐতিহ্য বজায় রেখে ঘটা করেই হচ্ছে ‘মুখার্জি বাড়ি’র পুজো।
হ্য়াঁ, রানি মুখোপাধ্যায়, সর্বাণী মুখোপাধ্যায়, কাজলদের বাড়ির পুজোর কথা-ই বলছিলাম। শুক্রবার মুম্বইয়ের বিখ্যাত ‘মুখার্জি’ পরিবারের উদ্যোগেও আয়োজিত হয় মহাষষ্ঠীর পুজো। সেখানেই দেখা গেল কাজলকে। হালকা হলুদ শিফন শাড়ি, লাল ব্লাউজ, আর কানে দুল, মাথার চুল ছিল টপনট করে বাঁধা। মহাষষ্ঠীর দিন এভাবেই দেখা গেল কাজলকে। বাড়ির পুজোয় এসে ক্যামেরার সামনে পোজ দিলেন। সেখানে সেই পরিচিত স্বভাবেই দেখা গেল তনুজা ও শমু মুখোপাধ্যায়ের কন্যাকে। এদিন পুজোর ফাঁকে গল্প করতেও দিতেও দেখা গেল কাজল ও সর্বাণী মুখোপাধ্যায়কে। আবার কখনও পুজো দিতে এবং কাঁসর বাজাতেও দেখা গেল কাজলকে। তারই নানান মুহূর্ত উঠে এসেছে পাপারাৎজির ক্যামেরায়।
এদিন কাজল, সর্বাণীদের সঙ্গে রানি মুখোপাধ্যায়কে অবশ্য দেখা গেল না। প্রসঙ্গত, সর্বাণী মুখোপাধ্যায়, কাজল, রানি এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়রা হলেন তুতো ভাইবোন, কাজলের বাবা শমু মুখোপাধ্যায়, সর্বাণীর বাবা, রণ মুখোপাধ্যায় এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় হলেন একই মায়ের পেটের ভাই। অর্থাৎ কাজল-সর্বাণী এবং অয়নের দাদু হলেন বিখ্যাত শশধর মুখোপাধ্যায়। এক্ষেত্রে এদের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের সম্পর্ক একটু হলেও দূরের। কারণ, রানি মুখোপাধ্যায় হলেন কাজলের দাদু শশধর মুখোপাধ্যায়ের নিজের ভাই রবীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের ছেলে রাম মুখোপাধ্যায়ের মেয়ে। তবে এই তিন ভাইবোনের সম্পর্কই বেশ ভালো। প্রত্যেক পুজোতেই একত্রিত হন মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা।