বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakesh-Shamita: শমিতাকে নিয়ে করা ‘দুষ্টু’ প্রশ্নের জবাব দিলেন রাকেশ, সঙ্গে দিলেন ‘বড়’ সারপ্রাইজ

Rakesh-Shamita: শমিতাকে নিয়ে করা ‘দুষ্টু’ প্রশ্নের জবাব দিলেন রাকেশ, সঙ্গে দিলেন ‘বড়’ সারপ্রাইজ

শমিতা শেট্টি আর রাকেশ বাপট। (ছবি-ইনস্টাগ্রাম)

বিগ বসের ঘর থেকে বেরনোর পর দু'বার ডেটে গিয়েছেন ‘SHARA’ জুটি। তার মধ্যেই এত কিছু?

Bigg Boss OTT-র জুটি শমিতা শেট্টি আর রাকেশ বাপটকে নিয়ে চর্চার অন্ত নেই! দু'জনের কেউই ট্রফি না জিতলেও, জিতেছেন একে-অপরের মন। বিগ বসের ঘর থেকে বেরনোর পর দু'বার ডেটে গিয়েছেন ‘SHARA’ জুটি। একবার ডিনার ডেট আর একবার স্যালোঁ ডেট। আর এবার তাঁদের একসঙ্গে পাওয়া গেল ইনস্টাগ্রাম লাইভে। যেখানে অনুরাগীদের নানান প্রশ্নের উত্তর দিলেন তাঁরা। 

রাকেশের ‘শৈল্পিক’ দিকের কথা মাথায় রেখে এক অনুরাগী তাঁর কাছে প্রশ্ন রাখেন, তিনি যদি শমিতার পেইন্টিং বানাতে চান, তাহলে কেমন লোকেশন পছন্দ করবেন। যার উত্তরে রাকেশের সলজ্জ জবাব, এটা খুব ‘দুষ্টু’ একটা প্রশ্ন! তবে হ্যাঁ, আমি যদি শমিতার ছবি আঁকতে চাই তাহলে সমুদ্র হবে আমার প্রিয় জায়গা। ও কোনও ফ্লোয়ি ড্রেস পরবে, চুলগুলো সমুদ্রের হাওয়া এলোমেলো করে দেবে। বালির ওপর বসে একমনে সমুদ্র দেখবে। আর যা শুনে সেই অনুরাগীর জবাব, ‘Awww…’

শমিতা এদিন আরও একবার জানালেন, তিনি রাকেশকে পছন্দ করেন। আর তার অন্যতম কারণ হল, রাকেশের সরলতা। যা তাঁকে মুগ্ধ করেছে ও আকৃষ্ট করেছে। 

আর ইনস্টা লাইভের শেষে রাকেশ-শমিতার তরফ থেকে মিলল একটা ‘বড়’ সারপ্রাইজ। লাইভ সেশনের সময় দু'জনকে দু'রকম লোকেশন থেকে ও নিজেদের অ্যাকাউন্ট থেকে লাইভে আসতে দেখা গিয়েছিল। পরে শমিতা জানান, আসলে একইসঙ্গে একই জায়গায় রয়েছেন তাঁরা। সঙ্গে সঙ্গে এক অনুরাগীর প্রশ্ন, ‘আপনারা এখন একসঙ্গে থাকেন?’ যার উত্তরে শমিতা বলেন, ‘না। আমরা একসঙ্গে একটা সাক্ষাৎকারের জন্য এসেছিলাম। ওখান থেকেই লাইভ করলাম। এর থেকে বেশি কিছু না।’

বন্ধ করুন